আগামী অর্থবছরের জন্য ২ লাখ ২৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি)।
মঙ্গলবার প্রধানমন্ত্রী ও এনইসি চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নতুন এডিপি অনুমোদন হয়।
সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। আর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষ এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবরা বৈঠকে যুক্ত হন।
বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন। তিনি জানান, মোট এডিপির মধ্যে অভ্যন্তরীণ উৎস (জিওবি) থেকে পাওয়া যাবে ১ লাখ ৩৭ হাজার ২৯৯ কোটি ৯১ লাখ টাকা। ৮৮ হাজার ২৪ কোটি ২৩ লাখ টাকা আসবে বৈদেশিক উৎস থেকে।
তবে এর বাইরে স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশন থেকে পাওয়া যাবে ১১ হাজার ৪৬৮ কোটি ৯৫ লাখ টাকা রয়েছে।
পরিকল্পনা মন্ত্রী জানান, ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি ১৪ লাখ টাকার নতুন এডিপিতে বড় অবকাঠামো প্রকল্প, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও মানবসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট প্রকল্পকে অগ্রাধিকার দেয়া হয়েছে। অর্থ বরাদ্দ প্রদানের ক্ষেত্রে কৃষি, শিল্প ও সেবাখাত, বিদ্যুৎ উৎপাদন গুরুত্ব পেয়েছে।
বরাদ্দে শীর্ষ দশ খাত
খাত হিসাবে সবচেয়ে বেশি বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ। এ খাতে ৬১ হাজার ৬৩১ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে, যা মোট এডিপির ২৭.৩৫ শতাংশ। বিদ্যুৎ ও জ্বালানি খাত ৪৫ হাজার ৮৬৮ কোটি টাকা বা ২০.৩৬ শতাংশ বরাদ্দ পেয়েছে।
এ ছাড়া, গৃহায়ন ও কমিউনিটি সুবিধাবলী খাতে ১০.৫৪ শতাংশ বা ২৩ হাজার ৭৪৭ কোটি টাকা, শিক্ষা খাত ১০.২৯ শতাংশ বা প্রায় ২৩ হাজার ১৭৮ কোটি টাকা, স্বাস্থ্য খাত ৭.৬৮ শতাংশ বা ১৭ হাজার ৩০৭ কোটি টাকা, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন খাত এডিপির ৬.৩৪ শতাংশ বা ১৪ হাজার ২৭৪ কোটি টাকা, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও পানি খাত ৩.৭৮ শতাংশ বা ৮ হাজার ৫২৬ কোটি টাকা, কৃষি খাতে ৩.৪০ শতাংশ বা ৭ হাজার ৬৬৫ কোটি টাকা, শিল্প ও অর্থনৈতিক সেবা খাত ২.০৬ শতাংশ বা ৪ হাজার ৬৩৮ কোটি টাকা, বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি খাত ১.৫৯ শতাংশ বা ৩ হাজার ৫৮৭ কোটি টাকা বরাদ্দ পেয়েছে। মোট এডিপির ৯৩ শতাংশেরর বেশি রয়েছে এ ১০ খাতে।
মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক বরাদ্দে শীর্ষে যারা
আগামী অর্থবছরে সর্বোচ্চ ৩৩ হাজার ৮৯৬ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে স্থানীয় সরকার বিভাগকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৮ হাজার ৪২ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ।
এ ছাড়া, বিদ্যুৎ বিভাগ ২৫ হাজার ৩৪৯ কোটি টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ২০ হাজার ৬৩৪ কোটি টাকা, রেলপথ মন্ত্রণালয় ১৩ হাজার ৫৫৮ কোটি টাকা, স্বাস্থ্য সেবা বিভাগ ১৩ হাজার কোটি টাকা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ ১১ হাজার ৯২০ কোটি টাকা, সেতু বিভাগ ৯ হাজার ৮১৩ কোটি টাকা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ৮ হাজার ২২ কোটি টাকা, পানি সম্পদ মন্ত্রণালয় ৬ হাজার ৮৭১ কোটি টাকা বরাদ্দ পেয়েছে।