বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে না এসেই ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন। দেশে ব্যবসা সহজীকরণ ও পরিবেশবান্ধব ব্যাংকিং কার্যক্রম ত্বরান্বিতের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ।
এতে বলা হয়েছে, এখন থেকে বিদেশি বিনিয়োগকারীরা ঘরে বসেই অনলাইনে টাকা ও ডলারে বাংলাদেশের যেকোনো ব্যাংকে অস্থায়ী অ্যাকাউন্ট খুলতে পারবেন।
বাংলাদেশের সব তফসিলি ব্যাংক, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা), বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা), বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে এ ধরনের অ্যাকাউন্ট করা যাবে।
তবে বিদেশি বিনিয়োগকারীদের ব্যাংক লেনদেনের জন্য চেকবই ইস্যু করতে দেশের মানিলন্ডারিং প্রতিরোধ আইন অনুযায়ী ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে গ্রাহকের স্বাক্ষরসহ যাবতীয় তথ্য (কেওয়াইসি) সম্পর্কে সংশ্লিষ্ট ব্যাংককে নিশ্চিত হতে হবে।
এসব অস্থায়ী অ্যাকাউন্টে লেনদেনের ক্ষেত্রে বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিদ্যমান যে নির্দেশনা রয়েছে তা প্রতিপালন করতে হবে।
বিদেশি কোনো বিনিয়োগকারী তারা নিজেরা বা যৌথ মালিকানায় বিনিয়োগ করতে চাইলে প্রথমে ব্যাংক হিসাব খুলতে হয়। আর এ ব্যাংক হিসাব খুলতে তাদের স্বশরীরে এ দেশে আসতে হতো। বিডা, বেজা, বেপজা, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের কাছে এসে তাদের অ্যাকাউন্ট খুলতে সময়সাপেক্ষ ব্যাপার হতো।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নতুন সিদ্ধান্তের ফলে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আরও উৎসাহিত হবেন। কারণ, বিদেশিদের দেশে বিনিয়োগকালে প্রাথমিক খরচের জন্য কিছু অর্থ আনতে হয়। কিন্তু তাদের নিজস্ব অ্যাকাউন্ট না থাকায় অনেক সমস্যায় পড়তে হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে অস্থায়ী ব্যাংক হিসাব খোলার সুযোগ দেয়া হয়েছে।
দেশের প্রচলিত নীতিমালা অনুযায়ী, কোনো গ্রাহক ব্যাংকে লেনদেন করতে চাইলে সংশ্লিষ্ট ব্যাংককে গ্রাহক পরিচিতি সম্পর্কে নিশ্চিত হতে হয়। ব্যাংকগুলো গ্রাহকের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিটের (বিএফআইইউ) নির্দেশনা অনুযায়ী গ্রাহককে নির্ধারিত কেওয়াইসি ফরম পূরণ করতে হয়।
বিদেশি বিনিয়োগকারীদের ক্ষেত্রে গ্রাহক অ্যাকাউন্ট খোলার সময় হাজির না হলেও হিসাব পরিচালনাকারীর নমুনা স্বাক্ষর অনলাইনে ভেরিফাইড চ্যানেলের মাধ্যমে নিশ্চিত হতে হবে। এজন্য সব তফসিলি ব্যাংককেই এ বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে।
মূলত বিদেশি গ্রাহকদের এ দেশে বিনিয়োগে আকৃষ্ট করতেই হিসাব খোলার নীতিমালা সহজ করা হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক মনে করছে।
এর আগে মুনাফা ঘরে নেয়াসহ লেনদেনের ক্ষেত্রে নীতিমালা শিথিল করেছিল বাংলাদেশ ব্যাংক।