দেশে কুমির চাষ শুরু করে আলোড়ন তোলা খামারটি এখন সংকটের মুখোমুখি। ঋণের বোঝা আর ব্যবস্থাপনা জটিলতা নিয়ে ময়মনসিংহের সেই খামারটি এখন রীতিমতো ধুঁকছে। অন্যদিকে বিশ্বের করোনা পরিস্থিতির কারণে বাজার সংকোচন ঘটেছে। এতে গত এক বছর ধরে রপ্তানির অপেক্ষায় পড়ে আছে অন্তত ৫০০ কুমিরের চামড়া।
খোঁজ নিয়ে জানা যায়, ফ্রান্স, জার্মানি, ইতালি, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, স্পেনসহ বিভিন্ন দেশে কুমিরের চামড়া, মাংস, হাড় ও দাঁতের চাহিদা ব্যাপক। প্রতিটি কুমিরের চামড়া ৫০০ থেকে ৬০০ ডলারে সেখানে রপ্তানি করা হয়। কিন্তু করোনার কারণে বাজার বন্ধ থাকায় গত এক বছরে চামড়া রপ্তানি হয়নি।
ভালুকা উপজেলা থেকে ১৭ কিলোমিটার দূরে উথুয়া ইউনিয়নের হাতিবেড় গ্রামে ‘রেপটাইলস ফার্ম লিমিটেড’ বাণিজ্যিকভাবে চাষ করছে কুমির। ২০০৪ সালে ১৫ একর জায়গায় মাত্র ৭৫টি কুমির দিয়ে খামারটির যাত্রা শুরু হয়। এরই মধ্যে পাঁচবার কুমিরের চামড়া রপ্তানি করে প্রায় ৫ কোটি টাকা আয় করেছে খামারটি।
সেখানে এখন ছোট-বড় মিলিয়ে ২ হাজার ৮০০-এর বেশি কুমির রয়েছে। এর মধ্যে প্রজননক্ষম কুমির ১২০টি।
কুমিরের খামার গড়ে তুলতে বিনিয়োগ করতে হয় মোটা অঙ্কের টাকা। যা সাধারণ ব্যবসায়ীর পক্ষে সম্ভব হয় না। তারপরও ভ্রমণপিপাসু মেজবাহুল হক ও মুশতাক আহমেদ উদ্যোক্তা হয়ে বাংলাদেশে কুমির চাষের স্বপ্ন দেখেন ও বাস্তবায়ন করেন।
খামারটি প্রতিষ্ঠার শুরুতে ৩৬ শতাংশ শেয়ার ছিল মেজবাহুল হকের। আর ১৫ শতাংশ শেয়ার ছিল মুশতাক আহমেদের। তারা বাংলাদেশ ব্যাংকের ইইএফ প্রকল্পের ঋণ নেয়ায় কেন্দ্রীয় ব্যাংকের শেয়ার ছিল তখন ৪৯ শতাংশ।
খামারটি ২০১০ সালে জার্মানিতে হিমায়িত ৬৯টি কুমির বিক্রির মধ্য দিয়ে রপ্তানির খাতা খোলে। পরে ২০১৪ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত সময়ে জাপানে ১ হাজার ৫০৭টি কুমিরের চামড়া রপ্তানি করা হয়। তখন প্রতিটি চামড়ার মূল্য ধরা হয় ৫০০ ডলার করে। কিন্তু করোনা পরিস্থিতির কারণে গত এক বছরে কুমিরের চামড়ার দাম কমে যায়। ফলে রপ্তানি উপযোগী প্রায় ৫০০ চামড়া পড়ে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতি বছর খামারটি থেকে কুমিরের ১ হাজার চামড়াসহ মাংস রপ্তানির সম্ভাবনা রয়েছে।
খামার সূত্রে জানা যায়, কুমিরের খাবার, বাচ্চা প্রজনন ও পরিচর্যার কাজে মোটা অঙ্কের বিনিয়োগ প্রয়োজন পড়ায় কার্যত ভালুকার খামারটি সংকটে পড়ে। ২০১২ সালে খামারের শেয়ার ছাড়তে বাধ্য হন মূল উদ্যোক্তা মুশতাক আহমেদ। মালিকানায় চলে আসেন প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।
২০১৩ সালের দিকে খামারের নিয়ন্ত্রণ নেয়ার পর রেপটাইলস ফার্মের নামে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণ ঋণ বের করে নেন পিকে হালদার, যা এখন পর্যন্ত শোধ হয়নি। আর্থিক খাতের আলোচিত এই ঋণখেলাপি পালিয়েছেন বিদেশে। ফার্মের ব্যবস্থাপনা পরিচালক রাজীব সোমেরও হদিস নেই। সব মিলিয়ে মুখ থুবড়ে পড়েছে খামারটির কার্যক্রম।
প্রতিকূলতা না কাটলেও খামারে কুমির চাষ অব্যাহত রয়েছে।
খামারটির ব্যবস্থাপক ডা. আবু সাইম মোহাম্মদ আরিফ নিউজবাংলাকে জানান, ২০০৪ সালে মালয়েশিয়া থেকে ১৫টি পুরুষ কুমিরসহ ৭৫টি কুমির এনে চাষ শুরু হয়। প্রথম দিকে কুমির বাঁচিয়ে রাখা, ডিম পাড়ানো, ডিম সংরক্ষণ এবং বাচ্চা ফোটানোসহ বিভিন্ন বিষয়ে সংশয় দেখা দেয়। তবে অল্পদিনেই কুমিরগুলো বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে ওঠে।
খামারে থাকা কুমিরগুলো ৮ থেকে ১০ বছর বয়সে ডিম পাড়া শুরু করে। বছরে একবার বর্ষাকালে গড়ে ৪৫ থেকে ৬০টি ডিম দেয় কুমির। এসব ডিমের ৮০ শতাংশ থেকে বাচ্চা পাওয়া যায়। কুমিরের ডিম থেকে বাচ্চা ফুটতে ৮০ থেকে ৮৫ দিন লাগে।
ভালুকার খামারটিতে কুমিরগুলোর ডিম ফোটানোর জন্য অত্যাধুনিক ইনকিউবেটর রয়েছে। এ ছাড়া কুমিরের বাচ্চার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে হ্যাচারি ও পৃথক শেড। চামড়া প্রসেসিং জোন, চামড়া মজুত রাখার জন্য চিলিং রুম, ব্রিডার পুকুর রয়েছে এ খামারে।
ময়মনসিংহ আনন্দ মোহন কলেজের প্রাণিবিদ্যা বিভাগের প্রধান প্রফেসর ড. মো. তোফাজ্জল হোসেন নিউজবাংলাকে বলেন, ‘কুমিরের খামার করা ব্যয়বহুল ব্যবসা। বাণিজ্যিকভাকে কুমির চাষে কেউ যদি মোটা অঙ্কের বিনিয়োগ করেন তাহলে সফলতার সম্ভাবনা সবচেয়ে বেশি। ভালুকার কুমির খামার ময়মনসিংহের গর্ব। এই খামারটিতে পরিকল্পনামাফিক বিনিয়োগ করতে পারলে কুমির চাষে সফলতা কেউ ঠেকাতে পারবে না।’
ময়মনসিংহের বিভাগীয় বন কর্মকর্তা একেএম রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশে কুমির চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। কেউ শর্ত মেনে আবেদন করলে আমরা অনুমোদন দেব। এর জন্য প্রয়োজন বিত্তশালী ব্যবসায়ী। কারণ প্রচুর টাকা বিনিয়োগ করতে হয় কুমিরের খামারে। তবে লোকসান হওয়ার আশঙ্কা নেই বললেই চলে।’