বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিটকয়েনে গাড়ি বেচবে না টেসলা

  •    
  • ১৩ মে, ২০২১ ১১:৪৫

টেসলাপ্রধান ইলন মাস্কের এক টুইটে কমে গেছে বিটকয়েনের মূল্য। বুধবার প্রতি বিটকয়েনের মূল্য ছিল ৫২ হাজার ৫১০ ডলার, যা বৃহস্পতিবার কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ডলারে।

পরিবেশের কথা চিন্তা করে ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা তাদের বিক্রিত পণ্যে বিটকয়েনে মূল্য নেবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

এক টুইটে তিনি বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে বিটকয়েনের দাম কমে গেছে ১০ শতাংশ।

বুধবার প্রতি বিটকয়েনের মূল্য ছিল ৫২ হাজার ৫১০ ডলার, যা বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৫০ হাজার ডলারে।

টেসলা গত মার্চে ঘোষণা দেয়, গড়ি বিক্রির ক্ষেত্রে তারা ক্রিপ্টোকারেন্সি গ্রহণ করবে।

ফেব্রুয়ারিতে টেসলা জানায়, তারা ১৫০ কোটি ডলারের ডিজিটাল মুদ্রা কিনেছে। কিন্তু বৃহস্পতিবার টেসলা তাদের আগের অবস্থান থেকে সরে আসে।

মাস্ক লেখেন, ‘বিটকয়েন মাইনিংয়ের জন্য জীবাশ্ম জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে তারা উদ্বিগ্ন। বিশেষ করে কয়লার ব্যবহারে। এটি জ্বালানি হিসেবে সবচেয়ে নিকৃষ্ট।’

‘ক্রিপ্টোকারেন্সি খুব ভালো ধারণা। কিন্তু এটি পরিবেশের জন্য ভালো কিছু বয়ে আনবে না।’

এরপরই টেসলা জানায়, তারা আর বিটকয়েনে কোনোকিছু বিক্রিও করবে না।

বিশ্লেষকরা মনে করছেন, টেসলার এ উদ্যোগ দিয়ে জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন নিয়ে উদ্বিগ্ন বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাইছে।

বর্মন ইনভেস্টরের জুলিয়ান লি বিবিসিকে বলেন, এখন বিনিয়োগকারীদের কাছে বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে পরিবেশ, সমাজ ও করপোরেট গভর্ন্যান্স। টেসলা অনেক আগে থেকেই ‘ক্লিন এনার্জি’ নিয়ে সেদিকে লক্ষ রেখে কাজ করছে।

অবশ্য তিনি এটাও মনে করাতে ভুলছেন না যে, ইলন মাস্ক বিভিন্ন সময় ক্রিপ্টোকারেন্সি বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন। এমন ঘোষণা তারও একটা কারণ হতে পারে।

চলতি বছরের প্রথম তিন মাসের আয়ের হিসাব এপ্রিলে প্রকাশ করেছে টেসলা। এই তিন মাসে টেসলা ৪৩ কোটি ৮০ লাখ ডলার আয় করেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে ১ কোটি ৬০ লাখ ডলার বেশি। আয় বাড়ার অন্যতম কারণ ছিল বিটকয়েন গ্রহণ।

এ বিভাগের আরো খবর