করোনা মহামারি মোকাবিলায় নতুন বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিকেও সমান গুরুত্ব দেয়ার কথা বলেছেন তিনি।
মঙ্গলবার ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় যথাসময়ে বাজেট বাস্তবায়নে গুরুত্বারোপ করেন তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেন।
ভার্চুয়াল এই বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নেন গণভবন থেকে। বৈঠকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আব্দুর রউফ তালুকদার, এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম, ইআরডি সচিব ফাতিমা ইয়াসমিন অংশ নেন।
বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ২০২১-২২ অর্থবছরের খসড়া বাজেটের রূপরেখা তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
প্রস্তাবিত বাজেটের আকার হতে পারে ৬ লাখ ২ হাজার ৮৮০ কোটি টাকা। এর মধ্যে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে থাকতে পারে ২ লাখ ২৫ হাজার ৩২৪ কোটি টাকা।
আগামী ৩ জুন জাতীয় সংসদে নতুন অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
দেশে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৭৬ হাজার ২৫৭ জনের দেহে। এর মধ্যে মারা গেছেন ১২ হাজার ৫ জন।
এদিকে ঈদ উপলক্ষে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মানুষ যেভাবে ভিড় জমিয়ে বাড়ি যাচ্ছে, তাতে দেশে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ চলে আসতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে স্বাস্থ্য অধিদপ্তর।