বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিইআরসির নির্দেশ উপেক্ষা, বাড়তি দামে এলপি গ্যাস

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১০ মে, ২০২১ ১৭:৫১

১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য সংযোজন করসহ (মূসক) ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি। খুলনা নগরীর বাজারের দোকানগুলোতে সোমবার ৯৫০ থেকে ৯৮০ টাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে।

বিশ্ববাজারে দাম কমায় দেশে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করা হলেও খুলনার বাজারে প্রভাব পড়েনি। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১ মে থেকে দাম কমানোর আদেশ কার্যকর করেছে, অথচ নগরবাসীকে এলপি গ্যাস কিনতে হচ্ছে বাড়তি দামেই।

১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূল্য সংযোজন করসহ (মূসক) ৯৭৫ টাকা থেকে কমিয়ে ৯০৬ টাকা নির্ধারণ করেছে বিইআরসি।

খুলনা নগরীর বাজারের দোকানগুলোতে সোমবার ৯৫০ থেকে ৯৮০ টাকায় এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি হয়েছে।

নগরীর ময়লাপোতা মোড়ের রুবেল স্টোরের মালিক বলেন, ‘নতুন দাম নির্ধারিত গ্যাসের নতুন সিলিন্ডার এখনও আমাদের কাছে আসেনি। পুরোনো রেটের সিলিন্ডারগুলোই রয়েছে। বসুন্ধরা বিক্রি করছি ৯৭০ টাকায়, বাকিগুলো ৯৫০ টাকা।’

তিনি বলেন, ‘নতুন রেটের সিলিন্ডার ডিস্ট্রিবিউটার থেকে ডিলার হয়ে আমাদের কাছে আসবে। আমরা এখনও নতুন রেটের সিলিন্ডার হাতে পাইনি, এজন্য আগের দামেই বিক্রি করছি। দাম কমতে সময় লাগবে।’রূপসা এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম কমেছে টিভিতে বিজ্ঞাপন দেখেছি, তবে নতুন রেটের সিলিন্ডার আমরা হাতে পাইনি। নতুন সিলিন্ডার হাতে পেলে অবশ্যই আমরাও দাম কম রাখব।’গ্যাস সিলিন্ডার কিনতে আসা আনোয়ার হোসেন বলেন, ‘সিলিন্ডারের দাম যখন ৭০০ থেকে এক লাফে হাজারে গেল, দোকানদাররাও সঙ্গে সঙ্গে দাম বাড়িয়ে দিলেন। এখন দাম কমেছে কিন্তু দোকানিরা সহজে দাম কমাচ্ছেন না। আমরা সাধারণ মানুষ জিম্মি হয়ে পড়েছি এদের কাছে। যে যেভাবে পারছে লুটেপুটে খাচ্ছে।’

এ বিভাগের আরো খবর