অবশেষে এফবিসিসিআইয়ের সভাপতি হচ্ছেন সংগঠনটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জসিম উদ্দিন। এর আগে কয়েকবার চেষ্টা করেও দেশের ব্যবসায়ী ও শিল্পপতিদের সবচেয়ে বড় এই সংগঠনটির প্রধান হতে পারেননি তিনি।
শেষ মুহূর্তে তীরে তরী ভেড়াতে না পেরে বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান জসিমের স্বপ্ন পূরণ হয়নি। সরকারের উচ্চ পর্যায় থেকে আশীর্বাদ পেয়ে অন্য কেউ বসে গেছেন ওই চেয়ারে।
তবে হাল ছাড়েননি সংগঠনটির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জসিম। এবার তার স্বপ্ন পূরণ হচ্ছে। শেষ পর্যন্ত ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির( এফবিসিসিআই) ২০২১-২৩ মেয়াদের সভাপতি হচ্ছেন তিনি।
৭ মে শুক্রবার জসিম উদ্দিন যে এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হচ্ছেন এটা এখন নিশ্চিত করে বলা যায়। এখন শুধু আনুষ্ঠানিকভাবে ঘোষণার বাকি। কারণ এবার তিনি ছাড়া ওই পদে কোনো প্রার্থীর নাম এখন পর্যন্ত শোনা যায়নি।
গতবারের মতো এবারও এফবিসিসিআিইয়ের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই পরিচালক নির্বাচিত হয়েছেন। বুধবার পরিচালনা পর্ষদের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু পরিচালক পদে ৭৮ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় আর নির্বাচনের প্রয়োজন হয়নি।
তফসিল অনুযায়ী, আনুষ্ঠানিকভাবে এদিন নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করার কথা। সে অনুযায়ী বুধবার সন্ধ্যায় এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ড বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেছে।
জানা গেছে, সরকারের উচ্চপর্যায় থেকে ইতিমধ্যে সবুজ সংকেত পেয়েছেন জসিম উদ্দিন। বিগত কয়েকটি নির্বাচনেও সভাপতি পদে সরকার-সমর্থিত প্রার্থীর বিপরীতে অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেননি। এমনকি সহসভাপতির পদগুলোও ঠিক হয়েছে সরকারের সমর্থনে। একইভাবে এবার জসিম উদ্দিনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় এফবিসিসিআইয়ের বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিমের উত্তরসূরি হতে যাচ্ছেন।
এ বিষয়ে বুধবার রাতে জসিম উদ্দিন নিউজবাংলাকে বলেন, ‘আমি অনেক আগেই ঘোষণা দিয়েছি, এবার আমি সভাপতি প্রার্থী। আমার বাইরে আর কারও নাম আমি শুনিনি। আমি শুধু একটা কথা বলবো, ৭ মে নতুন পরিচালনা পর্ষদের সভায় আমি যদি সভাপতি নির্বাচিত হই, তা হলে ছোট-বড় সব ব্যবসায়ীর স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করব।’
বুধবার এফবিসিসিআই নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফসহ অন্যান্য সদস্যের সই করা তালিকা মোতাবেক নতুন পরিচালকরা হলেন সভাপতি প্রার্থী জসিম উদ্দিন ছাড়াও অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে মনোনীত পরিচালক হয়েছেন সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান, ইকবাল হোসেন চৌধুরী জুয়েল, নজরুল ইসলাম মজুমদার, সৈয়দ সাদাত আলমাস কবির, এস এম সফিউজ্জামান, মো. আমিন উল্লাহ, আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ, এ কে এম মনিরুল হক, মোহাম্মাদ মাহবুবুর রহমান পাটোয়ারী, আবু হোসাইন ভুইঁয়া রানা, খোন্দকার এনায়েত উল্লাহ, মোহাম্মদ আলী খোকন, মুনির হোসেন ও আলমগীর শামসুল আলামিন কাজল।
অ্যাসোসিয়েশন গ্রুপ থেকে যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হয়েছেন তারা হলেন আবু মোতালেব, রব্বানী জব্বার, খন্দকার মনিউর রহমান জুয়েল, জামাল উদ্দিন, মুনতাকিম আশরাফ, মীর নিজাম উদ্দিন আহমেদ, রাশেদুল হোসেন চৌধুরী রনি, এম জেআর নাসির মজুমদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, এম এ মোমেন, হাবিব উল্লাহ ডন, শফিকুলইসলাম ভরসা, আমিন হেলালী, হাফেজ হারুন, ড. ফেরদৌসী বেগম, আমজাদ হোসেন, নিজামউদ্দিন রাজেশ, আসলাম সেরনিয়াবাত, ড. কাজী এরতেজা হাসান, শাহিন আহমেদ, শমী কায়সার, আবু নাসের এবং নাদিয়া বিনতে আমিন।
চেম্বার গ্রুপ থেকে মনোনীত পরিচালকরা হলেন যশোদা জীবন দেবনাথ, প্রীতি চক্রবর্তী, সেরনিয়াবাত ময়ন উদ্দিন আব্দুল্লাহ, নিজাম উদ্দিন, মোহাম্মদ নুরুন নেওয়াজ, এ এম মাহবুব চৌধুরী, মুনাল মাহবুব, আবুল কাশেম খান, নাজ ফারহানা, কাজী আমিনুল হক, সাইফুল ইসলাম, আমিনুল হক শামীম, মো. শামসুজ্জামান, মোস্তফা আজাদ চৌধুরী বাবু, রেজাউল ইসলাম মিলন এবং তাহমিন আহমেদ।
চেম্বার গ্রুপ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকরা হলেন হাসিনা নেওয়াজ, মাসুদুর রহমান মিলন, দিলীপ কুমার আগরওয়ালা,মাসুদ পারভেজ খান ইমরান, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, রেজাউল করিম রেজনু, গাজী গোলাম আশরিয়া, গোলাম মোহাম্মদ, বিজয় কুমার কেজরিওয়াল, সুজিব রঞ্জন দাস, ইকবাল শাহারিয়ার, আলী হোসেন, শাহ জালাল, মোহাম্মদ বজলুর রহমান, তবারাকুল তোসাদ্দেক হোসেন খান টিটু, মোহাম্মদ রিয়াদ আলী, খায়রুল হুদা চপল, খান আহমেদ শুভ, মুতাসিরুল ইসলাম, এস এম জাহাঙ্গীর আলম মানিক, এম এ রাজ্জাক খান, হুমায়ূন রশিদ খান পাঠান এবং সালাউদ্দিন আলমগীর।
নতুন সভাপতি হতে যাওয়া জসিম উদ্দিন দীর্ঘদিন ধরে বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি। এই সমিতি থেকেই তিনি এফবিসিসিআইয়ের মনোনীত পরিচালক হয়েছেন।
জসিম উদ্দিন ২০১০-১২ মেয়াদে এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি ছিলেন। তার মালিকানাধীন বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্লাস্টিক পণ্য, আবাসন, গণমাধ্যম, তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন ধরনের ব্যবসা রয়েছে। বর্তমানে সুইসটেল নামে গুলশানে একটি পাঁচ তারকা হোটেল করছে এই শিল্পগোষ্ঠী। বেঙ্গল কমার্শিয়াল নামে নতুন কার্যক্রম শুরু করা ব্যাংকের চেয়ারম্যান জসিম উদ্দিন। তার ভাই বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মোরশেদ আলম একজন সংসদ সদস্য, যিনি এখন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান।
শুক্রবার নতুন সভাপতি ছাড়াও একজন জ্যেষ্ঠ সহসভাপতি ও ছয় জন সহসভাপতি নির্বাচিত করবেন পরিচালকরা। এসব পদেও ভোট হবে না বলে জানা গেছে। জসিম উদ্দিন সভাপতি হবেন, আগে থেকেই যেমন ঠিক করা আছে; তেমনি কে জ্যেষ্ঠ সহসভাপতি এবং কোন ছয় জন সহসভাপতি হবেন তাও সমঝোতার মাধ্যমে আগেই ঠিক করা আছে।
সরকারের ওপরের মহলের নির্দেশে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এফবিসিসিআই সাবেক সভাপতি সালমান এফ রহমানসহ সাবেক কয়েকজন সভাপতি এই সমঝোতা করে দিয়েছেন বলে জানা গেছে।
এফবিসিসিআইয়ের নতুন লোগো
এদিকে এফবিসিসিআইয়ের নতুন লোগো ও সংস্কার করা মতিঝিলের ফেডারেশন ভবনের (নতুন নাম এফবিসিসিআই আইকন) উদ্বোধন করা হয়েছে।
বুধবার অনলাইনে নতুন লোগো ও সংস্কার করা এফবিসিসিআই আইকন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন সংগঠনটির সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, এ কে আজাদ, আবদুল মাতলুব আহমাদ ও শফিউল ইসলাম মহিউদ্দিন।
বর্তমান সভাপতি শেখ ফজলে ফাহিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।