দেশের সব উদ্যোক্তা-ব্যবসায়ী যাতে সহজেই ঋণ পেতে পারেন, সেজন্য পৃথক একটি ব্যাংক গঠনের উদ্যোগ চলছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের পক্ষ থেকে। এ নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলেও বিষয়টি জানেন না অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বুধবার ক্রয় কমিটির বৈঠকে শেষে এফবিসিসিআইয়ের ব্যাংক গঠনের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘আমি এ বিষয়ে কিছু জানি না। কেউ আমার সঙ্গে দেখা করেনি। কারো সঙ্গে আলোচনাও হয়নি।’
দেশে বর্তমানে ৬২টি বাণিজ্যিক বাংক রয়েছে। এর মধ্যে পুলিশ, আনসার ভিডিপি, সামরিক বাহিনী ও প্রবাসীদের জন্য পৃথক ব্যাংকের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বাংলাদেশের ব্যাংকের মাধ্যমে।
এফবিসিসিআইয়ের ব্যাংকের পরিকল্পনা বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘তারা (ব্যবসায়ীরা) আমার কাছে আসেননি। কোথায়, কার সঙ্গে আলোচনা করেছে সে সম্পর্কে আমি কিছুই জানি না। যদি জানতে পারি আপনাদেরকে জানাব।’
এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) হালনাগাদ আউটলুক প্রতিবেদনে বলা হয়েছে করোনা মহামারির ২০২০-২১ অর্থ বছরেও বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ৬ শতাংশ।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে অর্থমন্ত্রী বলেন, ‘তাদের অনুমান আমাদের কাছাকাছি। তবে আমাদের প্রত্যাশা অনেক বেশি। বছর শেষে চূড়ান্ত হিসাব দিতে পারব।’