বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দর বাড়ছেই বিমার শেয়ারের

  •    
  • ২৮ এপ্রিল, ২০২১ ১৪:০৭

লেনদেনের এই সময়ে খাতভিত্তিক বেশ কিছুর কোম্পানির শেয়ারের উত্থান পতন হলেও লাগামহীনভাবে বাড়ছে বিমা খাতের শেয়ারের দর। বুধবারও তার ব্যতিক্রম হয়নি। লেনদেনে দিনের সর্বোচ্চ দর ‍বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বিমা খাতের ছিল ছয়টি।

পুঁজিবাজারে মূল্য সংশোধন শেষ হয়েছে দুইদিনেই। টানা নয়দিন উত্থানের পর সোমবার ও মঙ্গলবার মুনাফা উত্তলনের চাপে কমেছিল সূচক। বুধবার আবারও ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার, বেড়েছে সূচক। লেনদেনও হয়েছে হাজার কোটি টাকার কাছাকাছি।

দেশে করোনা পরিস্থিতি বিবেচনায় গত ৫ এপ্রিল থেকে সরকার ঘোষিত লকডাউনের মধ্যেই চলছে পুঁজিবাজারের লেনদেন। তবে এ সময়ে ব্যাংকের সময়ের সঙ্গে সমন্বয় করে আড়াই ঘণ্টা করে চলছে লেনদেন।

লেনদেনের এই সময়ে খাতভিত্তিক বেশ কিছুর কোম্পানির শেয়ারের উত্থান পতন হলেও লাগামহীনভাবে বাড়ছে বিমা খাতের শেয়ারের দর।

বুধবারও তার ব্যতিক্রম হয়নি। লেনদেনে দিনের সর্বোচ্চ দর ‍বৃদ্ধি পাওয়া শীর্ষ ১০ কোম্পানির মধ্যে বিমা খাতের ছিল ছয়টি। এ ছাড়া, বিএসইসির নির্দেশনায় ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া বেশ কয়েকটি কোম্পানির শেয়ার দরও বেড়েছে দিনের সর্বোচ্চ।

দর বেড়েছে বিমার

বুধবার লেনদেনে দিনের সর্বোচ্চ দর বৃদ্ধি পাওয়া বিমা কোম্পানিগুলোর মধ্যে আছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স, যার শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ। কোম্পানিটির শেয়ার দর ৪৮ টাকা ৩০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৫৩ টাকা ১০ পয়সা।

মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। শেয়ার দর ৩৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৩ টাকা ৬০ পয়সা।

গ্লোবাল ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৮১ শতাংশ। শেয়ার দর ৩৮ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪২ টাকা ৫০ পয়সা।

প্রাইম ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমকি ৮০ শতাংশ। শেয়ার দর ৪০ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৪ টাকা ৮০ পয়সা।

ফেডারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। শেয়ার দর ২৭ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৩০ টাকা ৩০ পয়সা।

ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া বিমা কোম্পানি স্ট্যান্ডান্ড ইন্স্যুরেন্সের শেয়ার দরও বুধবার ৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে দিনের সর্বোচ্চ ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারলে কমতে পারবে ২ শতাংশ পর্যন্ত।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৪১ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৪ টাকা ৮০ পয়সা। এ ছাড়া, তাক্বাফুল ইন্স্যুরেন্স, সন্ধানী ইন্স্যুরেন্স, রূপালী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৬ শতাংশ পর্যন্ত।

বিনিয়োগকারীদের বক্তব্য

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী সম্মিলিত জাতীয় ঐক্যের সভাপতি আনম আতাউল্লাহ নাঈম নিউজবাংলাকে বলেন, বিনিয়োগকারীরা এখন বিমা খাত থেকে ভালো মুনাফা পাচ্ছে সেহেতু তারা এ খাতের প্রতি আগ্রহী বেশি।

কিন্তু এ খাতের বিনিয়োগে কোনো কারসাজি হচ্ছে কি না, কেন এককভাবে শুরু এ খাতের শেয়ারের দর বাড়ছে সেটি নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো উচিত। তা না হলে বিনিয়োগকারীরা শুধু একটি খাতেই সিংহভাগ বিনিয়োগ করবে।

সূচক ও লেনদেন

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৮ দশমিক ৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৩ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৪৯ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১২ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭০টির, কমেছে ১০৯টির এবং দর পাল্টায়নি ৭১টির। লেনদেন হয়েছে মোট ৯৪০ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৮২৪ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএসএসপিআই ১২৮ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯০ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, দর কমেছে ৭৯টির এবং দর পাল্টায়নি ৪০টির। লেনদেন হয়েছে মোট ৩৯ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর