বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সোনালী পেপার: ওটিসি থেকে মূল মার্কেটে ফিরেই চমক

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৭ এপ্রিল, ২০২১ ১৮:১৭

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে জেড ক্যাটাগরি ভুক্ত হয়ে লেনদেন শুরু করলেও আর্থিক স্বচ্ছতা ও ব্যবসায়ীক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ১০ শতাংশের বেশি লভ্যাংশ ঘোষণা করায় ২৮ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগিরভুক্ত হয়ে লেনদেন হচ্ছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড তৃতীয় প্রান্তিকের (জুলাই’২০-মার্চ’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। যেখানে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ও শেয়ার প্রতি আয় দুটিই বেড়েছে।

কোম্পানি ও ডিএসই ওয়েবসাইট সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

চলতি অর্থবছরের প্রথম নয় মাসে (জুলাই ২০২০-২০২১ মার্চ) কোম্পানিটির কর পরবর্তী মুনাফা হয়েছে ৪.১৯ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৩.৪৬ কোটি টাকা। অর্থাৎ আলোচ্য সময়ে কোম্পানিটির নীট মুনাফা বেড়েছে ২১.১৫ শতাংশ।

এসময়ে সোনালী পেপারের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ২৯ পয়সা। যা গত অর্থবছরের একই সময়ে ছিল ২ টাকা ৮ পয়সা। এ সময়ে ইপিএস বেড়েছে ২১ পয়সা।

কোম্পানিটির তিন মাসে (জানুয়ারি ২০২১-মার্চ ২০২১) শেয়ার প্রতি আয় হয়েছে ২২ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩২ পয়সা।

চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮১ টাকা ৭৩ পয়সা, যা গত ৩০ জুন পর্যন্ত ছিল ৩০৭ টাকা ৮৮ পয়সা।

গত বছরের ২ জুলাই ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে লেনদেনে শুরু করছে কোম্পানিটি। মূল মার্কেটে লেনদেনের ক্ষেত্রে কোম্পানির সার্বিক ব্রেকার প্রথম কার্যদিবস থেকেই ধরা হয়। মূল মার্কেটে লেনদেন শুরু হয় ‘জেড’ ক্যাটাগরিতে । বলা হয়, পরবর্তী বার্ষিক সাধারণ সভা (এজিএম) পর্যন্ত ‘জেড’ ক্যাটাগরিতেই লেনদেন হবে কোম্পানিটির।

এরপর কোম্পানিটি ২৫ অক্টোবর ২০২০ সালের শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে, যা ২৪ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভায় শেয়ারধারীদের অনুমোদন সাপেক্ষে কার্যকর হয়।

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানির শ্রেণি বিন্যাসের ক্ষেত্রে লভ্যাংশ প্রদানের ক্ষমতাকে বিবেচনা করা হয়। কোন কোম্পানি যখন ১০ শতাংশের বেশি লভ্যাংশ ঘোষণা করে তখন সে কোম্পানির ‘এ’ ক্যাটাগরিভুক্ত হয়ে থাকে। ১০ শতাংশের কম লভ্যাংশ প্রদান করলে সে কোম্পানি ‘বি’ ক্যাটাগরিভুক্ত থাকে এবং নিয়মিত লভ্যাংশ না দেয়াসহ সিকিউরিটিজ আইন পরিপালনে ব্যর্থ হলে সে কোম্পানি ‘জেড’ ক্যাটাগরি ভুক্ত হয়। নতুন তালিকাভুক্ত কোম্পানি ‘এন’ ক্যাটাগরিভুক্ত হয়ে থাকে।

সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড ওটিসি মার্কেট থেকে মূল মার্কেটে জেড ক্যাটাগরি ভুক্ত হয়ে লেনদেন শুরু করলেও আর্থিক স্বচ্ছতা ও ব্যবসায়ীক অগ্রগতির পরিপ্রেক্ষিতে ১০ শতাংশের বেশি লভ্যাংশ ঘোষণা করায় ২৮ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগিরভুক্ত হয়ে লেনদেন হচ্ছে। কোম্পানিটির ফ্লোর প্রাইস বা শেয়ারের সর্বনিম্ম দর ধরা হয়েছে ২৭৩ টাকা।

কোম্পানিটি ২০১৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত টানা ১০ শতাংশ করে বোনাস লভ্যাংশ দিয়েছে শেয়ারধারীদের। ২০১৭ ও ২০১৮ সালে কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। ২০১৯ সালে আবারও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

সোনালি পেপার ১৯৭৭ সালে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে এবং ১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।

ইউনুস গ্রুপ ২০০৬ সালে কোম্পানিটি অধিগ্রহণ করে। সোনালি পেপার প্রিন্টিং পেপারসহ বিভিন্ন ধরনের কাগজ উৎপাদন করে। এর বার্ষিক উৎপাদন সক্ষমতা ৩৫ হাজার টন। বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৮ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর