বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অর্থনীতি পুনরুদ্ধারের পথ খুঁজবে এডিবি সম্মেলন

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ২২:২৮

করোনা সংকট মোকাবিলায় এডিবি ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের তহবিল গঠন করেছে, যা থেকে সদস্য দেশগুলোকে ঋণ ও অনুদান সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ এই পর্যন্ত ৬০ কোটি ২৮ লাখ ডলার পেয়েছে।

মহামারি করোনাভাইরাসের ধাক্কায় তছনছ হয়ে যাওয়া বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের পথ খুঁজে বের করতে উন্নয়ন সংস্থা এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক সম্মেলন বসতে যাচ্ছে।

এডিবির সদরদপ্তর ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় ৩ থেকে ৫ মে ৫৪ তম এই সম্মেলন হবে।

কোভিড-১৯ এর কারণে গতবারের মতো এবারও ভার্চুয়ালি এই সম্মেলন হচ্ছে। সম্মেলনের একটি অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন।

এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘করোনাভাইরাস থেকে নিরাময় ও সবুজ পুনরুদ্ধারের জন্য সহযোগিতা জোরদার।’

সম্মেলনকে সামনে রেখে এডিবি সচিব মুহাম্মদ এহসান খান এক বিবৃতিতে বলেছেন, ‘কোভিড-১৯ মহামরি সারা বিশ্ব এবং আমাদের অঞ্চলের মানুষের জীবনযাত্রায় মারাত্মক প্রভাব ফেলেছে। মহামারি এই রোগটি থেকে মুক্তি এবং এর ধাক্কায় অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে দিতে এডিবি তার সদস্য দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে।’

তিনি বলেন, ‘এবারের সম্মেলন কোভিড-১৯ থেকে এ অঞ্চলের অর্থনৈতিক পুনরুদ্ধারের পথ খুঁজে বের করা এবং টিকাপ্রাপ্তি সহজলভ্যসহ বিভন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।

‘আশা করছি এই সম্মলন একটি সুন্দর এবং অন্তর্ভুক্তিক পুনরুদ্ধারের পথ বের করতে সমর্থ হবে। একইসঙ্গে সব দেশ সহযোগিতার মনোভাবের সাথে একসাথে কাজ করে আমরা সামনের চ্যালেঞ্জগুলো কাটিয়ে উঠতে সক্ষম হব।’

শনিবার এডিবির সদরদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে স্বাস্থ্যঝুঁকি এড়াতে এবারও এডিবির বার্ষিক সভা সীমিত পরিসরে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হবে। মহামারি থেকে এশীয় অঞ্চলকে মুক্তির উপায় ও অর্থনৈতিক পুনরুদ্ধারের জন্য গুরুত্বপূর্ণ কিছু বিষয় এবারের সভায় আলোচনা হবে।

৩ মে ম্যানিলা সময় সকাল ৯টায় সম্মেলন শুরু হবে। ৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন। জলবায়ু নিয়ে বিশেষ ভার্চ্যুয়াল সেমিনারে অংশ নেবেন তিনি।

এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব সম্প্রদায় দুটি চ্যালেঞ্জের মুখোমুখি। এই সেমিনারের উদ্দেশ্য এই অঞ্চলে কীভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা করা যায়। কীভাবে একটি সবুজ, স্থিতিস্থাপক এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতি পুনরুদ্ধারে একসঙ্গে কাজ করা যায়। দীর্ঘমেয়াদী জাতীয় জলবায়ু পরিকল্পনা গ্রহণ করে এবং দেশগুলোর কাছ থেকে অভিজ্ঞতা ভাগ করে নেয়া হবে এই সেমিনারে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি, জাতিসংঘের জলবায়ু সম্মেলনের সভাপতি অলোক শর্মা, এডিবি প্রেসিডেন্ট ও ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী এই সেমিনারে বক্তব্য রাখবেন।

সভায় করোনায় বিভিন্ন দেশের নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় পারস্পরিক সহযোগিতা কীভাবে বাড়ানো যায়, তা নিয়ে আলোচনা হবে। বিভিন্ন দেশের অর্থমন্ত্রী, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নররা ওয়েবিনারের মাধ্যমে সভায় সংযুক্ত হবেন।

এতে বেসরকারি খাতের প্রতিনিধিরাও অংশ নেবেন। শুরুতে বক্তব্য রাখবেন এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। একই দিনে ইন্দোনেশিয়ার অর্থমন্ত্রী মুলাইনিতি ইন্দ্রোওয়াতি বক্তব্য রাখবেন।

করোনা সংকট মোকাবিলায় এডিবি ২ হাজার কোটি (২০ বিলিয়ন) ডলারের তহবিল গঠন করেছে, যা থেকে সদস্য দেশগুলোকে ঋণ ও অনুদান সহায়তা দেওয়া হচ্ছে। বাংলাদেশ এই পর্যন্ত ৬০ কোটি ২৮ লাখ ডলার পেয়েছে।

বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী এডিবির সম্মেলন উপলক্ষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল নিউজবাংলাকে বলেন, ‘করোনাভাইরাস গোটা বিশ্ব অর্থনীতিকে ওলেটপালট করে দিয়েছে। এই কঠিন পরিস্থিতিতে এডিবির সম্মেলন থেকে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারের একটা ভালো পথ বের হয়ে আসবে। যা থেকে বাংলাদেশও উপকৃত হবে।

‘একইসঙ্গে এই সম্মলনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে এডিবি’র সম্পর্ক ও অংশীদারত্ব আরও জোরদার হবে।’

এ বিভাগের আরো খবর