বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আরও বাড়ল বিমার শেয়ারের দর

  •    
  • ২৫ এপ্রিল, ২০২১ ১৫:১১

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। ‍দ্বিতীয় পর্যায়ের লেকডাউনের আগ থেকেই পুঁজিবাজারের উত্থান এখনও অব্যাহত আছে। এতে টানা নবম দিনের মতো উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

আরও দর বাড়লে বিমার শেয়ারের। সপ্তাহের শুরুতে এ খাতের শেয়ার দরের উত্থান ছিল চোখে পড়ার মতো। দর বৃদ্ধিতে থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম সাতটি ছিল এ খাতের।

এদিকে রোববার আবারও হাজার কোটি টাকার লেনদেন হয়েছে পুঁজিবাজারে। এর আগে ২০ এপ্রিল পুঁজিবাজারে ১ হাজার ২৯৯ কোটি টাকার লেনদেন হয়েছিল।

চলমান করোনা পরিস্থিতি বিবেচনায় সরকার ঘোষিত তৃতীয় পর্যায়ের লকডাউন চলছে। ‍দ্বিতীয় পর্যায়ের লেকডাউনের আগ থেকেই পুঁজিবাজারের উত্থান এখনও অব্যাহত আছে। এতে টানা নবম দিনের মতো উত্থানে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন।

ব্যাংকের সময়ের সঙ্গে সমন্বয় করে বর্তমানে পুঁজিবাজারের লেনদেন চলছে সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত।

রোববার এ সময়ে লেনদেনে বিনিয়োগকারীদের আগ্রহে বেড়েছে সূচক। আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেন।

দিনের সর্বোচ্চ দর বেড়েছে সাত বিমা কোম্পানির

গত তিন কার্যদিবস ধরে বাড়তে থাকা বিমার খাতের প্রতি আগ্রহ বিনিয়োগকারীরা এখনও ধরে রেখেছে। তালিকাভুক্ত ৫০টি বিমা কোম্পানির মধ্যে দর বাড়ছে সাধারণ বিমা কোম্পানিগুলোর। তবে জীবন বিমার কোম্পানিগুলোর দর সে তুলনায় কম বাড়ছে।

রোববার লেনদেনে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে প্রথম সাতটি ছিল বিমা খাতের। এরমধ্যে একটি ছিল জীবন বিমা খাতের বাকি ছয়টি ছিল সাধারণ বিমা কোম্পানি।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর রোববার বেড়েছে দিনের সর্বোচ্চ ৯ দশমিক ৯৮ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৯ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৫ টাকা। অগ্রণী ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ৫৩ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছৈ ৫৮ টাকা ৮০ পয়সা।

ফনিক্স ইন্স্যুরেন্সের শেয়ার দর ৯ দশমিক ৮০ শতাশং বেড়েছে। এদিন কোম্পানিটির শেয়ার ৪১ টাকা ৮০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৫ টাকা ৯০ পয়সা। প্রভাতি ইন্সুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ১২৫ দশমিক ৬০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৩৭ দশমিক ৯০ পয়সা। বালাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৯ শতাংশ।

এদিন কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৪৭ টাকা ১০ পয়সা। ঢাকা ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ৭৭ শতাংশ। এদিন কোম্পানিটির শেয়ার দর ৬২ টাকা ৪০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬৮ টাকা ৫০ পয়সা।

এদিন লেনদেন ৩৬টি বিমা কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ১২টির। দর পাল্টায়নি ২টির।

বিশ্লেষকের বক্তব্য

ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রত কুমার সরকার নিউজবাংলাকে জানান, বিমা কোম্পানিগুলোর শেয়ার দর বাড়ার জন্য বেশ কিছু কারণ বিবেচনা করা যায়। এরমধ্যে এজেন্ট কমিশন সুনির্দিষ্ট করে দেয়া।

পরিশোধিত মূলধনের বিপরীতে বিমা কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ক্রয় বিষয়ে দশ বছর আগের একটি সার্কুলারকে সামনে নিয়ে আসা হলেও সেটি এখনও বিনিয়োগকারীদের এ খাতের শেয়ারের প্রতি আগ্রহী করছে।এ ছাড়া এ খাতের শৃঙ্খলার জন্য একটি ব্যাংক হিসাবের মাধ্যমে কার্যক্রম চালানোর নির্দেশনা দেয়া আছে।

দেবব্রত কুমার বলেন, ‘সাধারণ বিমা কোম্পানিগুলোর ব্যবসা বেড়েছে এটি প্রমাণের জন্য বলা যায়, আমাদের দেশের রপ্তানি আয়ের দিকে নজর দিলেও হবে। পণ্য রপ্তানি করার ক্ষেত্রে কোম্পানিগুলোকে সাধারণ বিমার আওতায় বিমা করতে হয়। যদিও এখনও সেটি যথাযথ প্রক্রিয়ায় হচ্ছে না।

‘তারপরও করোনা পরিস্থিতিতে যেহেতু আমাদের রপ্তানি আয় বেড়েছে সেহেতু সাধারণ বিমা কোম্পানিগুলোর ব্যবসাও চলমান আছে। ফলে কোম্পানিগুলোর আয়ও ভালো হচ্ছে। আর বিনিয়োগকারীদের ভালো লভ্যাংশ দিচ্ছে। যা এ খাতের প্রতি বিনিয়োগকারীদের অন্যান্য খাতের তুলনায় বেশি আগ্রহী করছে।’

সূচক ও লেনদেন

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৬৩ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৯৮ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১৮ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৫৫ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৩০ দশমিক ১৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১৭ পয়েন্টে।

এদিন লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২০১টির। কমেছে ৭৮টির। দর পাল্টায়নি ৭৮টির। লেনদেন হয়েছে মোট ১ হাজার ১১৮ কোটি টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৮৮৩ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪৩ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৮৬৭ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩২টি, কমেছে ৬৩টির। দর পাল্টায়নি ৪১টির। মোট লেনদেন হয়েছে ৬২ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর