বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এসএমই উদ্যোক্তাদের মেধাস্বত্ব সংরক্ষণের তাগিদ

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ২০:৪৬

সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে সৃজনশীল মেধাস্বত্ব সুরক্ষা ও সংরক্ষণে সর্বাধিক গুরুত্বারোপ করে কাজ করছে। এসএমই খাতকে এর সুযোগ নিতে হবে। শিল্পক্ষেত্রে অন্যান্য খাতসহ এসএমইকে গুরুত্ব দিয়ে নতুন পেটেন্ট আইন প্রণয়ন করা হয়েছে। এখন নতুন পেটেন্ট আইনের ট্রিপস চুক্তির সাথে মিল রেখে সাজানোর কাজ চলছে। সেখানে এসএমইরা প্রাধান্য পাচ্ছেন।

মেধাস্বত্বকে একটি প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সম্পদ উল্লেখ করে শিল্পমন্ত্রী শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, দেশকে অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ করতে এ খাতের উদ্যোক্তাদের মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে।

আগামী সোমবার বিশ্ব মেধাসম্পদ দিবসকে সামনে রেখে শনিবার এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এবারের বিশ্ব মেধাসম্পদ দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘আইপি অ্যান্ড এসএমই’স: টকিং ইউ আইডিয়াস টু মার্কেট।’

শিল্পমন্ত্রী বলেন, সরকার দেশের অর্থনৈতিক উন্নয়নে সৃজনশীল মেধাস্বত্ব সুরক্ষা ও সংরক্ষণে সর্বাধিক গুরুত্বারোপ করে কাজ করছে। এসএমই খাতকে এর সুযোগ নিতে হবে।

শিল্পক্ষেত্রে অন্যান্য খাতসহ এসএমইকে গুরুত্ব দিয়ে নতুন পেটেন্ট আইন প্রণয়ন করা হয়েছে। এখন নতুন পেটেন্ট আইনের ট্রিপস চুক্তির সাথে মিল রেখে সাজানোর কাজ চলছে। সেখানে এসএমইরা প্রাধান্য পাচ্ছেন।

মেধাস্বত্ব অধিকার সংরক্ষণ ও সুরক্ষায় শিল্প মন্ত্রণালয় সম্ভব সব ধরণের নীতি সহায়তা দেবে বলেও আশ্বস্ত করেন মন্ত্রী।

একটি দেশের মেধাস্বত্ব সংরক্ষণ যত শক্তিশালী হবে, সে দেশে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ তত বেশি হবে বলে মন্তব্য করেন বিচারপতি মো. আশরাফুল কামাল। তিনি বলেন, একটি শিল্পোন্নত দেশে পরিণত হতে হলে মেধাস্বত্ব সংরক্ষণ করতে হবে।

এর গুরুত্ব অনুধাবনে এসএমই উদ্যোক্তাদের মাঝে বেশি বেশি সভা সেমিনার মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম প্রচার করার তাগিদ দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তৌহিদুল ইসলাম। অনুষদের ডিন রহমত উল্লাহর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আইপি কাউন্সিলর ফর সাউথ এশিয়া অফ দ্য ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের ইউএসপিটিও, জন কাবেকা, ডিপিডিটি’র রেজিস্ট্রার মো. আব্দুস সাত্তার, কপিরাইট অফিসের রেজিস্ট্রার জাফর রেজা চৌধুরী, ডব্লিউআইপিওর আইপি ফর বিজনেস ডিভিশনের কাউন্সিলর ক্রিস্টোফার কালানজে, আইপি পলিসি এডভাইজর ফর সাউথ এশিয়া অফ দ্য ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের (ইউএসপিটিও) সিনিয়র কমার্শিয়াল স্পেশালিস্ট শিল্পি ঝাঁ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম।

এ বিভাগের আরো খবর