বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক-বিমা চায় এফবিসিসিআই

  •    
  • ২৪ এপ্রিল, ২০২১ ১৭:৫২

এতদিন বিষয়টি অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় সীমাবদ্ধ থাকলেও এখন এফবিসিসিআই নীতিনির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। এ লক্ষ্যে সোমবার সংগঠনের বর্তমান পর্ষদের পঞ্চম বোর্ডসভা আহ্বান করা হয়েছে।

ঋণ চেয়ে না পাওয়ার অভিযোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের দীর্ঘদিনের। কেউ পায় না প্রয়োজনীয় জামানতের অভাবে। আবার ছোট উদ্যোক্তা বলে ঋণের গ্যারান্টরও হতে চায় না অনেকে। ফলে আগ্রহ দেখায় না ব্যাংকও।

অথচ সময়মতো প্রয়োজনীয় ঋণ সহায়তা পেলে এই উদ্যোক্তাদের গল্পটি হতে পারত ভিন্ন রকমের।

এই উপলব্ধি থেকে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) এবার শুধু পরামর্শ ও সুপারিশেই সীমাবদ্ধ থাকতে চায় না; অভিলাষ জেগেছে কর্তৃপক্ষ হিসেবেও কাজ করার।

এর ধারাবাহিকতায় দেশের যেকোনো প্রান্ত থেকে যেকোনো খাতের উদ্যোক্তার অনুকূলে জামানতবিহীন প্রয়োজনীয় ঋণের জোগান নিশ্চিত করতে সংগঠনের ব্যানারে ব্যাংক গঠনের তৎপরতা শুরু হয়েছে।

এফবিসিসিআই জানিয়েছে, সংগঠনের সব চেম্বার ও অ্যাসোসিয়েশনের সদস্য এই ব্যাংকের শেয়ারধারী হবেন। এতে নির্দিষ্ট পরিমাণ শেয়ার থাকবে সরকারেরও। ব্যাংক কোম্পানি আইন অনুসরণ ও বাংলাদেশ ব্যাংকের নিয়মকানুন এবং সরকারের বিধি-বিধান মেনেই পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

ব্যাংকের পাশাপাশি বিমা কোম্পানি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানও গঠন করতে চায় তারা। এর মাধ্যমে ঋণগ্রহীতাদের বিমা সুবিধার আওতাতে আনতে চায় তারা।

ব্যাংক-বিমা প্রতিষ্ঠার প্রস্তাব নিয়ে আলোচনায় সোমবার বোর্ডসভা ডেকেছে এফবিসিসিআই

এতদিন বিষয়টি অনানুষ্ঠানিক আলাপ-আলোচনায় সীমাবদ্ধ থাকলেও এখন এফবিসিসিআই নীতিনির্ধারণী পর্যায়ে আনুষ্ঠানিক আলোচনা হবে। এ লক্ষ্যে সোমবার সংগঠনের বর্তমান পর্ষদের পঞ্চম বোর্ডসভা আহ্বান করা হয়েছে।

সভায় ১৫টি ইস্যুতে আলোচনা হবে। এর মধ্য ১৩তম এজেন্ডায় ব্যাংক-বিমা কোম্পানি ও ক্ষুদ্রঋণ আর্থিক প্রতিষ্ঠান গঠনের বিষয়ে আনুষ্ঠানিক প্রস্তাবের ওপর পর্ষদ সদস্যদের মতামত নেয়া হবে। সভায় বিষয়টি অনুমোদন পেলে পরে পদক্ষেপে অগ্রসর হবে এফবিসিসিআই।

করোনার কারণে বোর্ড সভা হবে ভার্চুয়ালি। শুরু হবে বিকেল তিনটায়।

সভায় ব্যাংক গঠন ছাড়াও উল্লেখযোগ্য ইস্যু হিসেবে রয়েছে এফবিসিসিআই নতুন ভবনের আপডেট, নিজস্ব বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং নতুন লোগো নির্ধারণ নিয়ে আলোচনা হবে।

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম নিউজবাংলাকে বলেন, ‘সারা দেশে ছড়িয়ে থাকা ৫০ লাখ ক্ষুদ্র উদ্যোক্তার স্বপ্ন-সম্ভাবনাগুলোকে কাজে লাগাতে পাশে থাকতে চায় এফবিসিসিআই। এ লক্ষ্যে সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর স্বার্থ সুরক্ষায় নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সারা দেশে উদ্যোক্তাদের ঋণ আবেদনে ত্বরিৎ গতিতে সার্বিক সহায়তা দিতে আগামীতে এফবিসিসিআই ডিজিটাল ব্যাংক গঠনের দিকে যাচ্ছে।

‘এর মাধ্যমে ছোট উদ্যোক্তাদেরও ক্রেডিট অ্যাসেট ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যাক টু ব্যাক এলসির ন্যায় কৃষি, শিল্প ও ব্যবসা খাতেও জামানতবিহীন ঋণ দিয়ে সক্ষমতা বাড়ানো হবে। দেশে আর্থিক অন্তর্ভূক্তিমূলক কার্যক্রমকে গতিশীল করতেই এই উদ্যোগ।’

তিনি বলেন, ‘একই প্রক্রিয়ায় বিমা কোম্পানি গঠন করা হবে, যাতে উদ্যোক্তার ব্যাংক ঋণের অনুকূলে বিমা সুবিধা থাকে। ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠানও আনা হবে।’

এ বিভাগের আরো খবর