বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

অ্যাপে কারিগরি জটিলতা, পুঁজিবাজারে ধীরগতি

  •    
  • ২১ এপ্রিল, ২০২১ ১১:৪০

বিএসইসি থেকে বলা হয়েছে, মোবাইল অ্যাপ নিয়ে এখন আগের তুলনায় অনেক বেশি লেনদেন হচ্ছে। ফলে লেনদেন সংখ্যা বেড়ে গেছে। এটা নিয়ে কমিশন কাজ করছে। যাতে মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা আরও বেশি অর্ডার দিতে পারে।

করোনা মহামারিতে বিনিয়োগকারীদের মোবাইল অ্যাপের মাধ্যমে লেনদেন করার কথা বলা হলেও বুধবার সেই অ্যাপেই জটিলতা দেখা দিয়েছে। বিনিয়োগকারীরা অ্যাপে শেয়ার কেনার অর্ডার দিতে পারছেন না; অর্ডার দিলেও তা কার্যকর হচ্ছে না।

সেই সঙ্গে শেয়ার কেনার জন্য যে ব্রোকার হাউজগুলোকে যে লিমিট দেয়া হয় সেটিও কাজ করছে না বলে ডিএসইর একাধিক সূত্র নিশ্চিত করেছে। এসব কারণে বুধবার পুঁজিবাজারের লেনদেনে শুরু থেকেই নেমে আসে ধীরগতি।

অ্যাপ কাজ না করা এবং লিমিট না দিতে পারার বিষয়টি ডিএসইর ব্রোকার হাউজগুলো থেকেও নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে জানানো হয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম নিউজবাংলাকে জানান, এ সংক্রান্ত কিছুটা জটিলতা হচ্ছে। করোনার এই সময়ে যেহেতু ডিএসইর প্রি ওপেনিং সেশন নেই, তাই ব্রোকার হাউজগুলোকে আগের দিন লিমিট নেয়া উচিত। লেনদেন শুরু হওয়ার পর লিমিট নিতে গেলে জটিলতা দেখা দিচ্ছে। তা কার্যকর হতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগছে।

তিনি বলেন, ‘মোবাইল অ্যাপ নিয়ে এখন আগের তুলনায় অনেক বেশি লেনদেন হচ্ছে। ফলে লেনদেন সংখ্যা বেড়ে গেছে। এটা নিয়ে কমিশন কাজ করছে। যাতে মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা আরও বেশি অর্ডার দিতে পারে।

বুধবার লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট বাড়লেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কমতে দেখা গেছে। লেনদেনের দেড় ঘণ্টায় ডিএসইর প্রধান এই সূচক ৩ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪২৫ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৫১২ কোটি টাকা। আগের দিন মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক বেড়েছিল ৭১ পয়েন্ট। লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৯ কোটি টাকা।

এ বিভাগের আরো খবর