দুই দিনের ব্যবধানে তালিকাভুক্ত প্রায় সব কটি মিউচ্যুয়াল ফান্ডের দাম বাড়ল আবার।
মঙ্গলবার লেনদেনে ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির। কমেছে একটির, আর পাল্টায়নি দুইটির।
গত বৃহস্পতিবারও এই চিত্র দেখা গেছে। সেদিন ৩৭টি ফান্ডের মধ্যে দাম বেড়েছিল ৩৬টির।
এর পরের দুই কার্যদিবসে যথাক্রমে ১৩ ও ১৫টি ফান্ডের দাম বেড়েছিল। চতুর্থ কার্যদিবসে আবার ঢালাওভাবে দাম বাড়তে দেখা গেল।
বিশ্বের বিভিন্ন দেশে মিউচ্যুয়াল ফান্ডকে পুঁজিবাজারের প্রাণ হিসেবে দেখা হয়। তবে বাংলাদেশে এই ফান্ডগুলো হতাশার এক নাম।
তালিকাভুক্ত ফান্ডগুলোর অর্ধেকের বেশি লেনদেন হচ্ছে অভিহিত মূল্যের অর্ধেক দামে।
এমন না যে সেগুলোর সম্পদমূল্য অভিহিতমূল্যের চেয়ে কমে গেছে। কিন্তু সম্পদমূল্য ১১ টাকার বেশি যেগুলো, সেগুলোও পাওয়া যাচ্ছে ৫ টাকার আশেপাশে নিচে।
এই অবস্থাতে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সাম্প্রতিক সময়ে মিউচ্যুয়াল ফান্ডগুলোর দিকে নজর দিচ্ছে। গত বছরের শেষ দিকে এই খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহও দেখা গেছে। তবে গত ফেব্রুয়ারি থেকে আবার আগ্রহে ঘাটতি দেখা যাওয়ার পর দাম কমে যায় কম বেশি ৩০ শতাংশের মতো।
দাম কমে যাওয়ার পর আবার যে বিনিয়োগকারীরা আগ্রহী হচ্ছেন এই খাতে, সেই বিষয়টি এখন স্পষ্ট।
পুঁজিবাজারে যেখানে ৩১টি ফান্ড লেনদেন হয়েছে ১০ টাকার নীচে সেখানে মঙ্গলবার এই সংখ্যা দাঁড়িয়েছে ২৯টিতে। অর্থাৎ দর বেড়ে দুটি মিউচ্যুয়াল ফান্ডের দর ১০ টাকার উপরে চলে এসেছে।
বিশ্লেষক মন্তব্য
পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ফান্ডগুলোর সামনে লভ্যাংশ দেবে। এ সময়ে ফান্ডগুলো তাদের ছয় মাসের যে আর্থিক বিবরণী প্রকাশ করেছে তাতে বিনিয়োগকারীরা আগ্রহী হতে পারে, যে বছর শেষে ফান্ডগুলো বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দেবে।
‘এখন বেশিরভাগ ফান্ডের ইউনিট প্রতি দর ১০ টাকার কম হওয়ায় বিনিয়োগকারীরাও এসব ফান্ডের প্রতি আগ্রহী হচ্ছে। এছাড়া পুঁজিবাজার যখন ভালো থাকে তখনই এসব ফান্ডের দর বাড়ে। যখন পতন হলে আর বাড়ে না।’
- আরও পড়ুন: আগ্রহের নতুন মোড় মিউচ্যুয়াল ফান্ডে
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘ঝুঁকিপূর্ণ পুঁজিবাজারে নিরাপদ বিনিয়োগ হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। যাদের পুঁজিবাজার সম্পর্কে যথাযথ ধারণা নেই কিন্ত তারা পুঁজিবাজারে বিনিয়োগ করতে চান, তারা যেন মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে।’
কোন ফান্ডের কত দর বেড়েছে
জনতা ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৭০ পয়সা।
এআইবিএল ফার্স্ট ইসলামী মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৮ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৮ টাকা ৪০ পয়সা।
এশিয়ান টাইগার মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৩০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৮ টাকা ৮০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৯ টাকা ১০ পয়সা।
সিএপিএল বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর ইউনিট প্রতি দর বেড়েছে ৩০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৯ টাকা ১০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৯ টাকা ৪০ পয়সা।
ডিবিএসই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৬ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৬ টাকা ৭০ পয়সা।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৬ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৬ টাকা ৫০ পয়সা।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৫০ পয়সা।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৩০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৯০ পয়সা।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ১০ পয়সা।
গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৭ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৭ টাকা ৫০ পয়সা।
আইসিবির পাঁচটি মিউচ্যুয়াল ফান্ড সর্বোচ্চ ২০ পয়সা থেকে সর্বনিম্ম ১০ পয়সা পর্যন্ত বেড়েছে।
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৩০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৭০ পয়সা।
আইএফআইসি ইসলামী মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এর ইউনিট প্রতি দর কমেছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৬ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৬ টাকা ২০ পয়সা।
পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ১০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৩০ পয়সা।
পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৪ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ১০ পয়সা।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৬ টাকা ১০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৬ টাকা ৩০ পয়সা।
এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৬০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৯ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার হয়েছে ১০ টাকা ৫০ পয়সা।
এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৭ টাকা ৯০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৮ টাকা ১০ পয়সা।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৪০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৮ টাকা। মঙ্গলবার হয়েছে ৮ টাকা ৪০ পয়সা।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ২০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ৫ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার হয়েছে ৫ টাকা ৮০ পয়সা।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৮০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ২১ টাকা ৬০ পয়সা। মঙ্গলবার হয়েছে ২২ টাকা ৪০ পয়সা।
রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ১১ টাকা ৭০ পয়সা। মঙ্গলবার হয়েছে ১১ টাকা ৮০ পয়সা।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ১২ টাকা ৫০ পয়সা। মঙ্গলবার হয়েছে ১২ টাকা ৬০ পয়সা।
এনএলআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ১০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ১৩ টাকা ৩০ পয়সা। মঙ্গলবার হয়েছে ১৩ টাকা ৪০ পয়সা।
গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট প্রতি দর বেড়েছে ৩০ পয়সা। আগের দিন ফান্ডেটির ইউনিট প্রতি দর ছিল ১৬ টাকা ৪০ পয়সা। মঙ্গলবার হয়েছে ১৬ টাকা ৭০ পয়সা।