ভারতের জলপাইগুড়িতে ভোটের জন্য ফুলবাড়িও বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে শনিবার সকল প্রকার পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ থাকবে।
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে ভোটের জন্য ভারতের ফুলবাড়ি ও বাংলাদেশের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
ভারত ছাড়াও নেপাল ও ভুটানের সঙ্গে শনিবার পাথরসহ সব রকম পণ্য আমাদানি-রপ্তানি বন্ধ থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড় আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলা।
তিনি বলেন, ‘ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় বিধানসভা ভোট চলছে। এ কারণে ভারত-বাংলাদেশর ব্যববসায়ীদের সম্মতিতে আজ সকাল থেকে এক দিনের জন্য বাংলাবান্ধা -ফুলবাড়ি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ আছে।’
তবে আগামী রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।