লকডাউন চলাকালে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখার পরামর্শ এসেছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার পর পলিসি ডায়লগ-সিপিডি আয়োজিত এক আলোচনা থেকে। করোনার সঙ্গে অভিযোজন করেই বাঁচতে হবে বলেও মন্তব্য এসেছে সেখানে।
সোমবার ভার্চুয়ালে এই আলোচনাটি অনুষ্ঠিত হয়।
‘কোভিড অতিমারির দ্বিতীয় ঢেউ: কীভাবে সামলাব?’ শীর্ষক আলোচনার সূচনা বক্তব্যে সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, ‘গত বছরের লকডাউন সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতি ও জীবিকার উপর ঋণাত্মক প্রভাব ফেলেছিল। এই সংকট এখন কাটিয়ে ওঠা সম্ভব হয়নি। কিন্তু বর্তমানের সংক্রমণ হার কমানোর জন্য কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রয়োজন আছে। বাংলাদেশের সার্বিক অবস্থা বিবেচনায় স্বাস্থ্য ও অর্থনৈতিক নিরাপত্তার ভারসাম্য বজায় রাখাও এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।’
উৎপাদন প্রক্রিয়া চলমান রাখা ও স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে ভারসাম্য বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন ফাহমিদা খাতুন।
‘আমাদের করোনাভাইরাস নিয়েই বাঁচতে শিখতে হবে’- এমন মন্তব্য করেন ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সাবেক সভাপতি সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিন। বলেন, ‘দেশের অর্থনীতির চাকা সচল রাখতে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে বিভিন্ন দেশকে অনুসরণ করে এই কাজটি করতে হবে।
‘টিকা প্রস্তুত করণে দেশের ভেতরের সম্ভাবনার কথাও চিন্তা করতে হবে।’
দুর্যোগ মোকাবিলার বাংলাদেশের সক্ষমতার কথা উল্লেখ করে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বানও জানান তিনি।
বাংলাদেশে এর আগেও কোভিডের ঝুঁকি ব্যবস্থাপনার প্রচেষ্টা থাকলেও তা বৈজ্ঞানিক পদ্ধতিতে হয়নি বলে মতামত দেন জেমসপি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথের প্রতিষ্ঠাতা ডিন, বাংলাদেশ হেলথ ওয়াচের আহ্বায়ক আহমদ মোশতাক রাজা চৌধুরী।
বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি ফারুক হাসান বলেন, ‘পোশাক কারখানা বন্ধ হলে শ্রমিকরা অনেকে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য গণপরিবহন ব্যবহার করবেন, যা সংক্রমণ বৃদ্ধির ঝুঁকি সৃষ্টি করতে পারে।’
সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘লকডাউনের অর্থনৈতিক একটি প্রভাব রয়েছে; কিন্তু এটি সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে বাধা দেবে। জীবন এবং জীবিকার মধ্যে এখন জীবনকে অগ্রাধিকার দেয়ার সময় এসেছে এবং এর জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতামতকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।’
জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর, বেসরকারি চিকিৎসালয় ল্যাবএইড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এম শামীম, বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির তাসলিমা আখতার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন-বিইএফ এর মহাসচিব ফারুক আহমেদও এ সময় বক্তব্য রাখেন।