এক সপ্তাহের কঠোর বিধিনিষেধের কারণে কুয়ালালামপুর ও রিয়াদের দুটি করে ফ্লাইটের সময় এগিয়ে এনেছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিধিনিষেধে এক সপ্তাহের ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে ফ্লাইট দুটির সূচিতে পরিবর্তন আনা হয়।
এতে বলা হয়েছে, ১৩ এপ্রিল কুয়ালালামপুর-ঢাকা রুটের ফ্লাইট নম্বর বিজি০৮৭ কুয়ালালামপুর থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৯টায়।
আর ঢাকা-কুয়ালালামপুর রুটের ফ্লাইট বিজি ০৮৬ ছাড়বে ওইদিন স্থানীয় সময় দুপুর ২টায় ঢাকা থেকে।
এদিকে ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট নম্বর বিজি ৪০৩৯এ ছাড়বে ঢাকার স্থানীয় সময় রাত ১১টা ৩০ মিনিটে।
এই দুই ফ্লাইটের যাত্রীদের নির্ধারিত সময়ের অন্তত ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে বলা হয়েছে।
দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল মধ্যরাত পর্যন্ত অভ্যন্তরীণের পাশাপাশি আন্তর্জাতিক সব রুটে ফ্লাইট বাতিল করেরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।