বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফ্লোর প্রাইস নিয়ে সিদ্ধান্তে পুঁজিবাজারে পতন

  •    
  • ৮ এপ্রিল, ২০২১ ১৪:৫৫

পুঁজিবাজারে গত তিন দিন ধরে টানা উত্থানের পর এমন পতনকে মূল্য সংশোধন হিসেবে দেখা হচ্ছে। এতে আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

দীর্ঘ সময় ধরে একই দরে আটকে ছিল পুঁজিবাজারের শতাধিক কোম্পানি। এসব কোম্পানির শেয়ারদর মাঝে মাঝে কিছুটা বাড়লেও কমে আবারও আটকে থাকত ফ্লোর প্রাইসে। এর ফলে নির্ধারিত দরের নিচে লেনদেন হওয়ার সুযোগ ছিল না কোম্পানিগুলোর।

বুধবার উঠিয়ে দেয়া হয়েছে এমন ৬৬ কোম্পানির সর্বনিম্ন দর, যার সিংহভাগের শেয়ারদর কমেছে বৃহস্পতিবার।

পুঁজিবাজারে গত তিন দিন ধরে টানা উত্থানের পর এমন পতনকে মূল্য সংশোধন হিসেবে দেখা হচ্ছে। এতে আতঙ্কের কিছু নেই বলে মনে করছেন বিশ্লেষকরা।

বাজার বিশ্লেষকের ভাষ্য

দরপতন নিয়ে পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘পুঁজিবাজারের স্বাভাবিক প্রক্রিয়ার ব্যাঘাত তৈরি করে ফ্লোর প্রাইস। যে কোম্পানি লেনদেন হওয়ার কথা, সেটি লেনদেন হচ্ছে না। আর হলেও সেই কোম্পানির শেয়ারদর বাড়ছে না।

‘এসব কোম্পানির শেয়ার যেসব বিনিয়োগকারীর কাছে আছে তারা পারছেন না শেয়ার বিক্রি করতে। কারণ যে দরে ফ্লোর প্রাইস ধরা হয়েছে সে দরে কেউ কিনতে চান না।’

তিনি বলেন, ‘ফ্লোর প্রাইস উঠিয়ে দেয়ায় সে কোম্পানিগুলোর এখন হয় শেয়ারের দর বাড়বে না হয় কমবে। বিনিয়োগকারীরা স্বাধীনভাবে তাদের শেয়ার লেনদেন করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘লকডাউনের মধ্যে টানা তিন দিন সূচকের উত্থান হয়েছে। এক-দুই দিন কমবে। এটাই স্বাভাবিক।

‘সূচক পতন হয়েছে বলে যেসব বিনিয়োগকারীরা আতঙ্কে আছেন বলে মনে করা হচ্ছে তাদের শেয়ার বাজারে বিনিয়োগের প্রয়োজন নেই।’

কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর

ঢাকা স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার লেনদেন হওয়া বেশিরভাগ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের দর কমেছে।

ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোর পাশাপাশি দর বাড়তে থাকা বিমা খাতের শেয়ারের দর কমেছে।

লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ২৬৪টির। দর পাল্টায়নি ৩৫টির।

বৃহস্পতিবার লেনদেন হওয়া ব্যাংক খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে মাত্র পাঁচটির। দর কমেছে ২৩টির। এ ছাড়া দর পাল্টায়নি দুইটির। ফ্লোর প্রাইসে আছে একটি কোম্পানির শেয়ারদর।

নন ব্যাংক আর্থিক খাতে তালিকাভুক্ত ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একটির। দর কমেছে ১৪টির। দর পাল্টায়নি চারটির।

বিমা খাতের ৫০টি কোম্পানির মধ্যে বৃহস্পতিবার দর বেড়েছে ৩১টির, কমেছে ১৪টির। দর পাল্টায়নি পাঁচটির।

এ ছাড়া লেনদেনে গত তিন দিন ধরে বাড়তে থাকা বহুজাতিক ও দামি শেয়ারের দরও কমেছে। রেকিট বেনকিউজারের শেয়ার দর কমেছে ৪৫ টাকা ১০ পয়সা। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ৪ হাজার ৫৮২ টাকায়।

ইউনিলিভার কনজুম্যার কেয়ার লিমিটেডের প্রতিটি শেয়ারদর কমেছে ৮ টাকা ৭০ পয়সা। দিন শেষে কোম্পানিটির প্রতি শেয়ারের দর দাঁড়িয়েছে ২ হাজার ৭৮০ টাকায়। ম্যারিকোর প্রতিটি শেয়ারে দর কমেছে ৩৯ টাকা ৩০ পয়সা।

বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ারপ্রতি দর কমেছে এক টাকা ৭০ পয়সা। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রির শেয়ারপ্রতি দর কমেছে ৯ টাকা।

সূচক ও লেনদেন

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮২ দশমিক ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ২৫৪ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস সূচক ১৬ দশমিক ৫০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ২০ দশমিক ৭৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯০ পয়েন্টে।

আগের দিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছিল ৫৫ দশমিক ৯৫ পয়েন্ট।

সরকারঘোষিত সাত দিনের লকডাউনে ব্যাংকের সঙ্গে সমন্বয় করে পুঁজিবাজারের লেনদেন পরিচালিত হচ্ছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। চলতি সপ্তাহের সোমবার থেকে অদ্যাবধি দুই ঘণ্টা করে লেনদেন হচ্ছে পুঁজিবাজারে। সে অনুযায়ী বৃহস্পতিবারও দুই ঘণ্টা লেনদেন হয়েছে।

দর পতনের শীর্ষে ফ্লোর প্রাইসের কোম্পানি

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ৬৬টি কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করার পর বৃহস্পতিবার প্রথম লেনদেনে দর পতনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আটটির দর এক জায়গায় আটকে ছিল। এসব কোম্পানির ফ্লোর প্রাইস বাতিল করার পর দর কমে স্থান পেয়েছে শীর্ষ দশে।

এ তালিকায় থাকা এএফসি অ্যাগ্রোর শেয়ারপ্রতি দর কমেছে ১০ শতাংশ। লেনদেনে কোম্পানিটির শেয়ারপ্রতি দর ১৭ টাকা থেকে কমে হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা। সেন্ট্রাল ফার্মা, এম এল ডাইং, কুইন সাউথ লিমিটেডের শেয়ারদর কমেছে দিনের সর্বোচ্চ ১০ শতাংশ।

নাহি অ্যালুমিনিয়ামের শেয়ারপ্রতি দর কমেছে ৯ দশমিক ৯৭ শতাংশ। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারপ্রতি দর কমেছে ৯ দশমিক ৯৫ শতাংশ। সোনারবাংলা, সায়হাম কটন, খুলনা পাওয়ার, ইন্দোবাংলা ফার্মার শেয়ার দর কমেছে সাড়ে নয় শতাংশের বেশি।

এ বিভাগের আরো খবর