বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ই-কমার্সে এক বছরে প্রবৃদ্ধি ৩০০ শতাংশ: পলক

  •    
  • ৮ এপ্রিল, ২০২১ ০৯:০৯

পলক বলেন, ‘ই-কমার্স খাতে এখন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। গত ১০ বছরে ই-কমার্স খাতে যেখানে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ, এক বছরেই সে প্রবৃদ্ধি ৩০০ শতাংশ হয়েছে।’

দেশে গত এক বছরে ই-কমার্সে ৩০০ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

ই-কমার্স দিবস উপলক্ষে বুধবার ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব) আয়োজিত ‘ই-কমার্স ফর লিভিং’ শীর্ষক ভার্চুয়াল অলোচনায় তিনি এমন কথা জানান।

পলক বলেন, গত বছর দেশে করোনার শুরুতে মানুষ যখন আতঙ্কে ঘরের বাইরে যেতে পারছিল না, তখন আশা নিয়ে আসে ই-কমার্স। এ খাতে তখন নতুন নতুন উদ্যোক্তা তৈরি হয়।

গত ১০ বছরে ই-কমার্স খাতে যেখানে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ, এক বছরেই সে প্রবৃদ্ধি ৩০০ শতাংশ হয়েছে।

তিনি বলেন, শুধু বড় হলে হবে না, এ খাতকে টেকসই করতে চারটি জিনিস প্রয়োজন। এগুলো হচ্ছে সবার জন্য ইন্টারনেট, পর্যাপ্ত লজিস্টিক, ডিজিটাল ট্রানজেকশন এবং ট্রাস্ট।

এগুলো নিশ্চিত করতে সরকার গ্রামীণ এলাকায় ইন্টারনেট নিয়ে যাচ্ছে। একই সঙ্গে পোস্ট অফিসগুলো সচল করা হচ্ছে। ডাক বিভাগের কর্মীদের এ খাতে কাজে লাগানো হবে। ডিজটাল ট্রানজেকশন নিরাপদ করার জন্য এ খাতের বেশ কটি প্রতিষ্ঠানকে একই প্ল্যাটফর্মে আনা হয়েছে।

এবার ই-কমার্স দিবসের প্রতিপাদ্য রাখা হয়েছে ‘ঘরে থাকাই নিরপদ, ই-কমার্সই ভবিষ্যৎ’।

আলোচনা সভায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ভবিষ্যতে সাধারণ বাণিজ্য বলে কিছু থাকবে না। সব হবে ডিজিটাল বাণিজ্য। আর ডিজিটাল বাণিজ্যে মানুষের হাতে পণ্য পৌঁছে দিতে ডাক বিভাগকে হাতিয়ার হিসাবে কাজে লাগানো হবে।

ই-ক্যাবের সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন, ইক্যাবের উপদেষ্টা সংসদ সদস্য নাহিম রাজ্জাক, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি সৈয়দ আলমাস কবীর, বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) মহাসচিব মনিরুল ইসলাম, চালডাল ডটকমের সিইও জিয়া আশরাফ, ইক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমালসহ অনেকেই।

বক্তব্যে ইক্যাব সভাপতি শমী কায়সার ই-কমার্সের বিভিন্ন সমস্যা সমাধানে দুই মন্ত্রীর সহায়তা চান। একই সঙ্গে উদ্যোক্তাদের তাদের ব্যবসায় সততার সঙ্গে পরিচালনার আহ্বান জানান।

ইক্যাবের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহেদ তমাল বলেন, ই-কমার্স খাত থেকে প্রচুর কর আহরণ করা সম্ভব। এ জন্য শুরুতে কিছুটা কর ছাড় দিতে হবে।

গত বছর এ খাতে ৫০ হাজারের বেশি উদ্যোক্তা তৈরির পাশাপাশি লক্ষাধিক কর্মসংস্থান হয়েছে বলেও জানান তিনি।

বর্তমানে ইক্যাবের সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা দাঁড়িয়েছে দেড় হাজারের বেশি।

অনেক ক্ষেত্রে এই ব্যবসার সামাজিক স্বীকৃতি নেই দাবি করে বক্তারা ৭ এপ্রিলকে জাতীয়ভাবে ই-কমার্স দিবস করার দাবি জানান। সেই সঙ্গে উদ্যোক্তাদের স্বীকৃতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ারও দাবি জানান তারা।

এ বিভাগের আরো খবর