বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার চাইলেন অর্থমন্ত্রী

  •    
  • ৬ এপ্রিল, ২০২১ ১৬:৪১

নারী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রকল্পে এবং করোনার প্রভাব মোকাবেলায় বাজেট সাপোর্ট হিসাবে এই সহায়তা চান অর্থমন্ত্রী।

কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে বিশ্বব্যাংকের কাছে ৫০ কোটি ডলার বা চার হাজার ২৫০ কোটি টাকার আর্থিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

নারী শিক্ষার্থীদের জন্য প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা প্রকল্পে এবং করোনার প্রভাব মোকাবেলায় বাজেট সাপোর্ট হিসাবে এই সহায়তা চান অর্থমন্ত্রী।

বিশ্বব্যাংক–আইএমএফ এর চলমান স্প্রিং মিটিং ২০২১ এর অংশ হিসাবে সোমবার রাতে বিশ্বব্যাংক ও বাংলাদেশ প্রতিনিধি দলের ভার্চুয়াল বৈঠক হয়।

অর্থমন্ত্রী আ হ ম মু্স্তফা কামালের নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ও বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট হার্টউইগ শ্যেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়।

আলোচনায় অর্থমন্ত্রী পরিবেশগত উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতকরণের জন্য প্রস্তাবিত ‘ইকোলজিক্যাল রেস্টোরেশন সাপোর্ট টু রিভারস অ্যান্ড ক্যানেলস অ্যারাউন্ড ঢাকা’ প্রকল্পে পানি সরবরাহ ও স্যানিটেশন, পরিবহন, নদীকেন্দ্রিক পর্যটনের উন্নয়নে টেকসই পরিবেশবান্ধব অবকাঠামো তৈরি এবং সুশাসন প্রতিষ্ঠাতেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বিশ্বব্যাংককে অনুরোধ জানান।

এর আগে সম্প্রতি বিশ্বব্যাংক বাংলাদেশকে ৫০ কোটি ডলারের সহযোগিতা দিয়েছে। চলমান করোনা মহামারির কারণে দেশের ক্ষতিগ্রস্ত শ্রমবাজার, আর্থিক ও সামাজিক খাত সচল রাখার লক্ষ্যে বর্তমান চাকরি উন্নয়ন নীতি বাস্তবায়নে বিশ্বব্যাংকের ঋণ কর্মসূচি প্রকল্পের আওতায় এবং করোনা টিকার জন্য ওই ঋণ দেয়া দেয়া হয়।

বৈঠকে অর্থমন্ত্রী ঋণ সহায়তার পাশাপাশি বাংলাদেশের সামগ্রিক উন্নয়নে অব্যাহত সহযোগিতার জন্য বিশ্বব্যাংককে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘করোনা মহামারির কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদৃষ্টির নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি এখন কমবেশি ভালো অবস্থানে রয়েছে।’

তিনি জানান, সংকটময় পরিস্থিতির ভয়াবহতা প্রধানমন্ত্রী শুরুতেই অনুধাবন করে সব ধরনের অর্থনৈতিক স্তরের মানুষের জন্য এখন পর্যন্ত ১ লাখ ২৪ হাজার ৫৩ কোটি টাকার মোট ২৩টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। বাংলাদেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে করোনা টিকা প্রদান কার্যক্রম শুরুর বিষয়টিও অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের সামনে তুলে ধরেন।

অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন অর্থ সচিব ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব। অন্যদিকে, হার্টউইগ শ্যেফারের নেতৃত্বে বিশ্বব্যাংকের পক্ষে আলোচনায় অংশ নেন মার্সি মিয়াং টেম্বন।

এ বিভাগের আরো খবর