আমিন জুয়েলার্সের নির্বাহী পরিচালক শিল্পপতি আমিনুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের বড় ছেলে।
ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে সোমবার সকাল সাড়ে ৬টার দিকে মারা যান তিনি। কাজী সিরাজুল ইসলামের সহকারী একান্ত সচিব আসাদুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আমিনুল ইসলাম নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বনানী মসজিদে সোমবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জানাযা শেষে বনানী কবর স্থানে মরদেহ দাফন করা হবে।
তার মৃত্যুতে ফরিদপুর-১ আসনের সাংসদ মনজুর হোসেন, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর, ফরিদপুর প্রেস ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। আর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।