বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লকডাউন আতঙ্ক কাটিয়ে পুঁজিবাজারে সূচকের উত্থান

  •    
  • ৫ এপ্রিল, ২০২১ ১০:৪৪

লেনদেন শুরু হয়েছে সূচকের ৭ পয়েন্ট উত্থানে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছিল ২১টি কোম্পানির। তবে লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও বাড়তে দেখা গেছে।

লকডাউনের প্রথম দিনের লেনদেন শুরু হয়েছে সকাল ১০টায়। করোনা মহামারি বেড়ে যাওয়ায় সরকার থেকে লকডাউন ঘোষণা করায় আগামী সাত দিন পুঁজিবাজারের লেনদেন হবে দুপুর ১২টা পর্যন্ত।

লেনদেন শুরু হয়েছে সূচকের ৭ পয়েন্ট উত্থানে। এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছিল ২১টি কোম্পানির। তবে লেনদেন সময় বাড়ার সঙ্গে সঙ্গে দর বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যাও বাড়তে দেখা গেছে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগেই জানিয়েছিল, ব্যাংক খোলা থাকলে পুঁজিবাজারের লেনদেন হবে। একই সঙ্গে এটাও বলেছিল, ব্যাংকে যত ঘণ্টা লেনদেন চলবে পুঁজিবাজারেও সে অনুযায়ী সময় নির্ধারণ করা হবে।

রোববার বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয় ব্যাংকের কার্যক্রম সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলবে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম চলবে বেলা ২টা পর্যন্ত।

এমন নির্দেশনা আসার পর পুঁজিবাজারের জন্য নতুন সময়সীমা নির্ধারণ করে বিএসইসি। যেখানে বলা হয় সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে পুঁজিবাজারের লেনদেন।

লেনদেন শেষ হওয়ার পর সমন্বয়ের জন্য সময় প্রয়োজন হওয়ায় ব্যাংকের চেয়ে ৩০ মিনিট কম কার্যক্রম চলবে পুঁজিবাজারে।

করোনা মহামরিতে পুঁজিবাজারের লেনদেন চলবে এমন বক্তব্য অনেক আগেই নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির পক্ষ থেকে বলা হলেও রোববার গত এক বছরের সর্বোচ্চ সূচকের পতন হয় ১৮১ পয়েন্ট।

লকডাউনে পুঁজিবাজারের লেনদেন সম্পর্কে বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজানুর রশিদ চৌধুরী নিউজবাংলাকে বলেন, পুঁজিবাজারের পতন হওয়ার মতো কোনো ঘটনা এখনও ঘটেনি। রোববার সূচকের যে পতন হয়েছে, তা মূলত আতঙ্কে।

তিনি বলেন, ‘সোমবারের নতুন নিয়মে লেনদেন শেষ পর্যন্ত ইতিবাচক হলে বিনিয়োগকারীরা আবারও আশ্বস্ত হয়ে পুঁজিবাজারমুখী হবে।’

এদিকে বিএসইসির পক্ষ থেকে লকডাইন সময়কালে বিনিয়োগকারীদের সরাসরি ব্রোকারেজ হাউজে না এসে মোবাইল অ্যাপ বা মোবাইলে শেয়ার ক্রয়-বিক্রয়ের পরামর্শ প্রদান করা হয়।

এ বিষয়ে লেনদেন শুরু হওয়ার পর ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান বলেন, বিনিয়োগকারীদের পুঁজিবাজারের লেনদেন নিয়ে আতঙ্কের কিছু নেই। ডিএসইর মোবাইল অ্যাপ আগের চেয়ে অনেক বেশি আধুনিকায়ন করা হয়েছে, যা দিয়ে বিনিয়োগকারীরা স্বাচ্ছন্দ্যে লেনদেন পরিচালনা করতে পরবে।

১৫ মিনিটে উত্থান ৫৯ পয়েন্ট

লেনদেন শুরুর ১৫ মিনিটে পুঁজিবাজারের প্রধান সূচক ডিএসইএক্স উত্থান হয়েছে ৫৯ দশমিক ৫৩ পয়েন্ট। এ সময় ডিএসইর এ সূচক দাঁড়িয়েছে ৫ হাজার ১৪৮ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১২ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭৯ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৩৪ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৩৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৭টির, কমেছে ১৫টির। দর পাল্টায়নি ৩৪টির।

লেনদেন হয়েছে মোট ২৪ কোটি টাকা।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৪০ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৫৫ পয়েন্টে।

লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১টির, কমেছে ৩টির। দর পাল্টায়নি ৪টির। লেনদেন হয়েছে মোট ৯৬ লাখ টাকার।

কেয়া কসমেটিক্স লিমিটেড জেড ক্যাটাগরি থেকে পরিবর্তন হয়ে বি ক্যাটাগরিতে উন্নীত হওয়ায় সোমবার দর বৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। লেনদেনের এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৪৩ শতাংশ। এ ছাড়া হাইডেলবার্গ সিমেন্ট কোম্পানির শেয়ারপ্রতি দর বেড়েছে ৯ দশমিক ৪৭ শতাংশ।

এ বিভাগের আরো খবর