গত বছর করোনা সংক্রমণ শুরু হওয়ার পর সাধারণ ছুটিতে লেনদেন বন্ধ রাখলেও এবার লকডাউনেও পুঁজিবাজার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।
সিদ্ধান্ত হয়েছে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টা এই লেনদেন চলবে। তবে এ সময় ব্রোকারেজ হাউজে বিনিয়োগকারীরা যেতে পারবেন না। শেয়ার কেনাবেচা করতে হবে মোবাইল ফোনে বা অনলাইনে।
লকডাউনের আগের দিন পুঁজিবাজারে ব্যাপক মূল্যপতনে বিনিয়োগকারীরা যখন দিশেহারা, তখন এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরুর পর গত বছরের চেয়ে বেশি হারে সংক্রমণ ধরা পরার পরিপ্রেক্ষিতে সোমবার থেকে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে সরকার। জানানো হয়েছে, নিত্যপণ্যের দোকান, জরুরি ওষুধ, শিল্প কারখানা, গণমাধ্যম ছাড়া সব প্রতিষ্ঠান বন্ধ থাকবে। চলবে না গণপরিবহন।
তবে বিএসইসি আগেই জানিয়েছে, ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারে লেনদেন বন্ধ হবে না। আর লকডাউনের আগের দিন আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সকাল ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত আড়াই ঘণ্টা লেনদেন চলবে।
এই সিদ্ধান্ত আসার পর বিএসইসিতে বৈঠক বসে। সেখানে আলোচনা শেষে কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘ব্যাংকের সঙ্গে সমন্বয় রেখে পুঁজিবাজারের লেনদেন দুই ঘণ্টা চলার সিদ্ধান্ত হয়েছে।’
ব্যাংকের চেয়ে আধা ঘণ্টা কম সময় লেনদেন করার কারণ কী- এমন প্রশ্নে তিনি বলেন, পুঁজিবাজারের লেনদেন শুরু হবে সকাল ১০ টায়। কিন্ত লেনদেন শেষ হওয়ার পর সমন্বয় হতে কিছুটা সময় প্রয়োজন। এজন্য হাতে আধা ঘণ্টা সময় রাখা হয়েছে। তাই লেনদেনের শেষ সময় ঠিক হয়েছে ১২টা।
এক প্রশ্নে শামসুদ্দিন আহমেদ বলেন, যতদিন লকডাউন থাকবে ততদিন এভাবেই লেনদেন হবে।
গত বছর করোনা সংক্রমণ ধরা পড়ার পর ২৬ মার্চ সাধারণ ছুটি ঘোষণার পর পুঁজিবাজারে লেনদেন স্থগিত হয়ে যায়। ৬৬ দিন পর ১ মে থেকে শুরু হয় লেনদেন। লেনদেন বন্ধ হয়ে যেতে পারে, এমন গুজব গত সোমবার সরকারের ১৮ দফা নির্দেশনা জারির পর একাধিকবার ছড়ায় পুঁজিবাজারে।
লেনদেন স্থগিত হয়ে গেলে বিশেষ করে যারা মার্জিন ঋণ নিয়ে শেয়ার কিনেছেন তারা বিপাকে পড়তে পারতেন। কারণ, শেয়ার কেনাবেচা করতে না পারলেও ঋণের সুদহার ঠিকেই গুণতে হবে।
এই গুজব নিয়ে বারবার কথা বলেছে বিএসইসি ও ডিএসসি। এক সপ্তাহের মধ্যে দুইবার বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ব্যাংক চালু থাকলে পুঁজিবাজারে লেনদেন চালু থাকবে।