বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজা-লকডাউন: নিত্যপণ্যের বাজারে স্থিতি

  •    
  • ৪ এপ্রিল, ২০২১ ১৪:১৪

মোহাম্মদপুরের টাউন হলের মুদি দোকানি মো. সুমন জানান, সামনে রোজা, তার ওপর লকডাউন। তাই গত দুইদিন ধরে ক্রেতা বেশি আসছে। তবে গত বছরের লকডাউনের মতো কেউ ৬ মাসের বাজার এক সঙ্গে করছে না। বেশিরভাগই এক মাসের বাজার করে নিচ্ছেন।

করোনাভাইরাসে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউনের খবরের প্রভাব রাজধানীর নিত্যপণ্যের বাজারে পড়েনি। রোজা ও লকডাউন ঘিরে অধিকাংশ পণ্যের দাম কিছুটা বাড়লেও অস্বাভাবিক নয়।

সারা দেশে লকডাউন হচ্ছে সোমবার এমন ঘোষণা আসে শনিবার দুপুরে। এর পরই মূলত বাজারে ক্রেতারা ভিড় শুরু করেন। তবে রোববার বাজার স্বাভাবিক হয়ে যায়।

রাজধানী মোহাম্মদপুরের টাউন হলের মুদি দোকানি মো. সুমন নিউজবাংলাকে জানান, সামনে রোজা, তার ওপর লকডাউন। তাই গত দুইদিন ধরে ক্রেতা বেশি আসছে। তবে গত বছরের লকডাউনের মতো কেউ ৬ মাসের বাজার এক সঙ্গে করছে না। যার মাসে ২৫ কেজি চাল লাগে তিনি ৪০ কেজির বস্তা নিচ্ছেন। বেশিরভাগই এক মাসের বাজার করে নিচ্ছেন।নিত্যপণ্যের দামের অবস্থা জানতে চাইলে তিনি বলেন, পেঁয়াজ, রসুন, চাল, পাউডার দুধ, ডালসহ সব নিত্যপণ্যে দাম কিছুটা বেড়েছে। তবে আহামরি বাড়েনি।সবজি বিক্রেতা মকবুল হোসেন জানান, কাঁচা বাজারে তেমন চাপ নেই। লকডাউনে কাঁচা বাজার খোলা থাকবে বলে চাপ কম। তবে শনিবার একটু চাপ ছিল।মাছ বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, শনিবার দুপুরে হুট করে বাজারে মানুষের চাপ বেড়ে যায়। লকডাউনের কথা শুনে সবাই বেশি বেশি মাছ কিনছে। আজও ভিড় আছে, তবে গতকালের চেয়ে কম।মাছের চাহিদা বেড়ে যাওয়ায় পাইকারি বাজারে মাছের দাম বেড়েছে বলেও জানান সাইফুল।মাংস বিক্রেতা জনি জানান, আজ স্বাভাবিক আছে মাংসের বাজার। দাম আগের মতোই রয়েছে।মুরগি বিক্রেতা রেজাউল করিম বলেন, ‘শনিবার দুপুরে মুরগি কিনতে মানুষের ভিড় ছিল খুবই। আজ তেমন নেই। দাম অবশ্য আগের থেকে বাড়েনি।’আলু, পেঁয়াজ, রসুন, আদা ব্যবসায়ী মো. বাদশা বলেন, আলু ও পেঁয়াজের দাম বেড়েছে। তবে বাজারে ক্রেতার চাপ স্বাভাবিক রয়েছে।সারা দেশে সোমবার থেকে এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করছে সরকার। রোববার লকডাউন দিয়ে প্রজ্ঞাপনও জারি হয়েছে। সোমবার থেকে কার্যকর হবে লকডাউন। সেই সঙ্গে বন্ধ থাকবে গণপরিবহন।

এ বিভাগের আরো খবর