বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জাপানি গাড়ি তৈরি হবে দেশেই

  •    
  • ১ এপ্রিল, ২০২১ ২১:৩৩

শিল্প মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কারগরি সহায়তা দেবে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটর করপোরেশন।

জাপানি গাড়ির বড় বাজার বাংলাদেশ। তাই বাংলাদেশেই গাড়ি তৈরির বড় কারখানা করতে আগ্রহী দেশটি।

বাংলাদেশে অটোমোবাইল শিল্পের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। এই সম্ভাবনাকে কাজে লাগাতে চায় জাপান।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) নিউজবাংলাকে জানায়, রাজধানী ঢাকার অদূরে নারায়ণগঞ্জের আড়াইহাজারে অবস্থিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বড় অঙ্কের বিনিয়োগ নিয়ে আসছে জাপান। গাড়ির কারখানাসহ এখানে অন্য আরও কয়েকটি শিল্প স্থাপন করবে তারা।

শিল্প মন্ত্রণালয় বলছে, বাংলাদেশের নিজস্ব ব্র্যান্ডের গাড়ি তৈরিতে সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে কারিগরি সহায়তা দেবে জাপানের খ্যাতনামা প্রতিষ্ঠান মিতসুবিশি মোটর করপোরেশন।

এ ছাড়া এই প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে বাস, ট্রাক, পিকআপ ও মোটরকার উৎপাদনে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ করেছে মিতসুবিশি।

বর্তমানে মিতসুবিশি করপোরেশন প্রগতির সঙ্গে যৌথভাবে বাংলাদেশে পাজেরো স্পোর্টস সি আর-৪৫ ও মাইক্রোবাস সংযোজন করছে। ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে আরও নতুন ব্র্যান্ডের গাড়ি সংযোজন করবে তারা।

সম্প্রতি মিতসুবিশি করপোরেশনের দক্ষিণ এশিয়া, ইউরোপ ও মধ্যপ্রাচ্য বিভাগের একটি প্রতিনিধিদল বেজার নিবার্হী চেয়ারম্যান পবন চৌধুরীর সঙ্গে দেখা করেন। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োড়ের আগ্রহ প্রকাশ করে তারা।

বেজার নিবার্হী চেয়ারম্যান পবন চৌধুরী বলেন, বাংলাদেশে অটোমোবাইল শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে চায় মিতসুবিশি।

তিনি আরও বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের চমৎকার পরিবেশ বিরাজ করছে। বাংলাদেশে জাপানি ব্র্যান্ডের গাড়ি উৎপাদন এখন সময়ের ব্যাপার।

শিল্প মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, দেশের মধ্যে নিজস্ব ব্র্যান্ডের গাড়ি উৎপাদন করতে হলে অটোমোবাইল খাতের জন্য পৃথক একটি নীতিমালা প্রণয়ন করতে হবে। খসড়া নীতিমালার কাজ চলছে। শিগগিরই এটি চূড়ান্ত হবে।

জাপানের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দেশটি বাংলাদেশের উন্নয়নের সবচেয়ে বড় অংশীদার।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর পরিসংখ্যানে দেখা যায়, বাংলাদেশ ২০১৮-১৯ অর্থবছরে জাপানে ১৩৬ কোটি ৫৭ লাখ মার্কিন ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ১২০ কোটি ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে। এর বিপরীতে ২০১৮-১৯ অর্থবছরে জাপান থেকে ১৮৫ কোটি ২৫ লাখ ডলার এবং ২০১৯-২০ অর্থবছরে ১২৯ কোটি ৪৯ ডলার মূল্যের পণ্য আমদানি করেছে।

এ বিভাগের আরো খবর