রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আনিসুর রহমান।
তিনি সাবেক এমডি রফিকুল আলমের স্থলাভিষিক্ত হলেন। গত ২ ফেব্রুয়ারি রফিকুল আলমের মেয়াদ শেষ হয়।
বেসিক ব্যাংক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃহস্পতিবার তিন বছরের জন্য আনিসুর রহমান এ পদে যোগ দেন। এর আগে তিনি অগ্রণী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন।
আনিসুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর শেষে ১৯৮৮ সালে বিআরসির মাধ্যমে অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন।
দীর্ঘ চাকরিজীবনে তিনি শাখা ব্যবস্থাপক, অঞ্চল প্রধান, সার্কেল প্রধান ও বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্টের সিইও ছিলেন।
তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোম্যাট অ্যাসোসিয়েটস (ডিএআইবিবি)।