আকস্মিক ও অস্বাভাবিকভাবে কাগজের মূল্য ৪০-৪৫ শতাংশ বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ লোকাল কার্টন ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।
এ শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষাসহ সাত দফা দাবি জানিয়েছে সংগঠনটি। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছে তারা।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বৃহস্পতিবার সংগঠনটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সভাপতি এম এ বাশার পাটোয়ারী। এ সময় সংগঠনের সহসভাপতি আক্তারুজ্জামানসহ অন্য নেতারা উপিস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি বলেন, প্যাকেজিং শিল্পের কাঁচামাল ‘মাস্টার কার্টনের’ মূল্য যৌক্তিকভাবে নির্ধারণ না করলে এই শিল্পকে রক্ষা করা যাবে না। রাজধানীসহ সারা দেশে প্রায় ২ হাজারের বেশি প্যাকেজিং শিল্প রয়েছে।
তিনি আরও বলেন, কাগজের মূল্য অতিরিক্ত বেড়ে যাওয়ার কারণে প্যাকেজিং শিল্প ধ্বংসের মুখে পড়েছে। এই শিল্পের সঙ্গে দেড় লাখ পরিবার জড়িত।
সরকারের কাছে তাদের দাবিগুলো হচ্ছে, প্রতিটি প্যাকেজিং কারখানাকে প্রতিটি পেপার মিলের ক্রেতা হিসেবে নিবন্ধন, কাগজের কৃত্রিম সংকট সৃষ্টিকারী মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে পেপার মিল মালিকদের উদ্যোগ গ্রহণ, মধ্যস্বত্বভোগীদের কাছে কাগজ বিক্রি বন্ধ, কাগজ মিলের শুল্ক সুবিধা বাতিল এবং অসম রাজস্ব/ভ্যাটনীতি বাতিল, প্রতিটি কাগজকলে কাস্টমসের নজরদারি, প্যাকেজিং শিল্পের কাঁচামালের দাম বাড়ার কারণ উদঘাটন ও প্যাকেজিং শিল্পের কালো আইনের ধারা, উপধারা বাতিল করা।