কাকশিয়ালী-ইছামতী-কালিন্দী- এই তিন নদীর মোহনায় সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর গ্রাম।
৫৬ বছর আগে এখানে ছিল সমৃদ্ধ নৌবন্দর। বাণিজ্য হতো ভারতের সঙ্গে।
কাছেই সীমান্তের ওপারে ভারতের হিঙ্গলগঞ্জ। সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৭০ কিলোমিটার। আর বসন্তপুর থেকে মোংলা বন্দরের দূরত্ব ১০০ কিলোমিটারেরও কম।
এই নৌবন্দরকে ঘিরে কালিগঞ্জ ছিল জমজমাট। ১৯৬৫ সালের পাক-ভারত যুদ্ধের পর বন্ধ হয়ে যায় এটি। এখনও স্মৃতিচিহ্ন হিসেবে সেখানে দাঁড়িয়ে আছে জরাজীর্ণ কাস্টম ভবন, তৎকালীন ইমিগ্রেশন অফিসসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কোয়ার্টার।
পুরোনো এসব স্থাপনা দেখতে সেখানে ঘুরতে যান অনেকে।
স্থানীয় বাসিন্দা রেজাউল ইসলাম বলেন, ‘হ্যানে কাস্টমের সারেরা থাকত। পাকিস্তান আমলে হ্যানে যখন বন্দর চালু ছেল, তখন দেখা যেতু, যাত্রীরা যাতায়াত করতু। মাছ ও কাঠ যেতু। বাজারঘাটও ছেল। দেশ স্বাধীনের আগে খানের আমলে বন্দর উঠুয়ে নেয়।’
সম্প্রতি এই বন্দর পুনরায় চালু করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌপরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন। এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে মুখিয়ে ওই এলাকার বাসিন্দারা।
গ্রামের আবু হাসান বলেন, ‘শুনতিছি বন্দর চালু হবে। হলি এখানকার বেকার যুবকদের কাজকাম হবে। এলাকা যেমন হবে সমৃদ্ধ, সরকারও তেমন অনেক টাকা পাবে।’
নৌবন্দরটি চালু হলে এলাকার দৃশ্যপট পাল্টে যাবে বলে মনে করেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইদ মেহেদি।
নিউজবাংলাকে তিনি বলেন, নৌরুটে সে সময় ভারতীয় পণ্য শিল্পনগরী খুলনাসহ ঢাকায় যেত। নৌবন্দরের কারণেই কালিগঞ্জের নাজিমগঞ্জ ও ভারতের হিঙ্গলগঞ্জ বড় মার্কেট হিসেবে গড়ে ওঠে। নৌবন্দর চালু হলে সাতক্ষীরায় ব্যবসা-বাণিজ্য বাড়বে। এই এলাকাও উন্নত হবে।
জেলা প্রশাসক (ডিসি) এস এম মোস্তফা কামাল বলেন, ‘১৯৬৫ সালে পাক-ভারত যুদ্ধের আগে নাজিমগঞ্জ ও ভারতের হিঙ্গলগঞ্জের মধ্যে নৌপথ ছিল। আমি ওই উপজেলায় গিয়ে তা জানতে পেরে নৌবন্দর প্রতিষ্ঠার জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠাই। প্রধানমন্ত্রী সেটাতে সম্মতি দিয়েছেন এবং নৌপরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন নৌবন্দর করতে।’
ডিসি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ২২ জানুয়ারি এই বন্দরটি নির্মাণে নৌপরিবহন মন্ত্রণালয়কে নির্দেশ দেন। এখন মন্ত্রণালয় নৌবন্দরের সম্ভাব্যতা ও সুফলতা যাচাই করে দেখবে। এরপর জরিপ চালিয়ে সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বিষয়টি একনেকের বৈঠকে তুলবে। সেখানে অনুমোদন হলেই নৌবন্দর প্রতিষ্ঠার কাজ শুরু হবে।