ভারত থেকে আরও ৫০ হাজার মেট্রিকটন চাল আমদানি করবে সরকার।
বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রয়বিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ-সংক্রান্ত দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
সভা শেষে ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আকতার এ কথা জানান।
প্রতি টন চালের দাম ৪৩০ দশমিক ৩৩ ডলার নির্ধারণ করা হয়েছে।
ভারতের পিকে এগ্রিলিংক প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কাছ থেকে এই চাল কেনা হবে বলেও জানান তিনি।
এ ছাড়া, সভায় যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান এক্সিলিয়ারেট এনার্জির কাছ থেকে ৩৩ দশমিক ৬০ লাখ এমবিটিইউ এলএনজি কেনার প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে। এর প্রতি ইউনিটের দাম নির্ধারণ করা হয়েছে ৬ দশমিক ৫৩ ডলার।
এ দুটিসহ ক্রয় কমিটির সভায় ছয়টি দরপ্রস্তাবের অনুমোদন দেয়া হয়, যার আর্থিক মূল্য ১ হাজার ৪৯৩ কোটি টাকা ।
এর মধ্যে বাংলাদেশ সরকার ব্যয় করবে ৯৫৮ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য (এডিবি, এএফডি ও ইআইবি ঋণ) থেকে ব্যয় হবে ৫৩৪ কোটি টাকা।
দেশে পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করতে গত ১০ মার্চ ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনাম থেকে সরকারি পর্যায়ে আরও সাড়ে ৩ লাখ টন চাল আমদানি করার কথা জানায় সরকার।
গত বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ বিষয়ে অনুমোদন দেয়া হয়েছে।