বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ব্যাংক-বিমার পতনে পুঁজিবাজারে আরও একটি খারাপ দিন

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৬:০৫

পুঁজিবাজারের জন্য যে সব ভালো উদ্যোগ নেয়া হচ্ছে সেগুলো যখন বাজারে প্রতিফলিত হচ্ছে না মূলত তখনই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে: পুঁজিবাজার বিশ্লেষক দেবব্রত কুমার সরকার।

ভালো লভ্যাংশ আসতে থাকার পর টানা দুই দিন ব্যাংক খাতে সুবাতাসে পুঁজিবাজারে বেড়েছে সূচক। আর পতনমুখী বিমা খাতে একদিনে প্রায় সব শেয়ারের দর বৃদ্ধির অভাবনীয় দৃশ্যও দেখেছে বিনিয়োগকারীরা। কিন্তু তৃতীয় দিনে এসেই উল্টো চিত্র।

গত দুই দিনে সূচক যত বেড়েছে, বুধবার এক দিনেই কমেছে তার চেয়ে বেশি।

গত সপ্তাহের শেষ কার্যদিবস আর চলতি সপ্তাহের দুই কার্যদিবসে বড় পতনের পর রোববার মার্চেন্ট ব্যাংক ও স্টক ব্রোকারদের সঙ্গে বৈঠক করে। সেদিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উপায় খুঁজতে আলাচনার পর সোম ও মঙ্গলবার বাড়ে সূচক।

তবে তৃতীয় দিনে আর সেই ধারা ধরে রাখা যায়নি। ব্যাংক খাতের ৩১টির মধ্যে ২১টি, বিমা খাতের ৪৯টির মধ্যে ৪২টি, নতুন তালিকাভুক্ত নয়টির মধ্যে আটটির দরপতনে সূচক কমল ৮৩ পয়েন্ট।

দর বেড়েছে মাত্র ২৩টির কোম্পানির। পতনের এই ধাক্কায় টিকেনি বহুজাতিক ও দামি শেয়ারের দরও।

ভালো লভ্যাংশেও আগ্রহ নেই ব্যাংকে

এখন পর্যন্ত যে কয়টি ব্যাংক লভ্যাংশ ঘোষণা করেছে সবগুলো লোভনীয়। বিশেষ করে ব্যাংকগুলো স্থায়ী সঞ্চয়ের বিপরীতে যে সুদ প্রদান করে তার চেয়ে বেশি হারে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করছে। কিন্ত তারপরও বিনিয়োগকারীদের আগ্রহ নেই ব্যাংকের শেয়ারের প্রতি।

বিশেষ করে এখন পর্যন্ত যে কয়টি ব্যাংক তাদের শেয়ার হোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে প্রায় সবগুলোর দরই এখন কমেছে।

বিনিয়োগকারীদের জন্য সাড়ে ২২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা সিটি ব্যাংকের শেয়ার দর বুধবার কমেছে ৪০ পয়সা।

ডাচ বাংলা ব্যাংকের পরিচালন মুনাফা ৯০ কোটি কাটা বা ৮ শতাংশ কমলেও চূড়ান্ত মুনাফা বাড়ে ২৭ শতাংশ। এই প্রতিষ্ঠানটি গত বছরের তুলনায় ৫ শতাংশ বেশি লভ্যাংশ ঘোষণা করেছে। ডাচ বাংলার শেয়ারধারীরা এবার নগদ দেড় টাকা আর ১৫ শতাংশ অর্থাৎ প্রতি ১০০টি শেয়ারে ১৫টি বোনাস হিসেবে পাবেন। এমন লভ্যাংশ ঘোষণার পরও বুধবার ব্যাংকটির শেয়ার প্রতি দর কমেছে ২০ পয়সা।

লভ্যাংশ ঘোষণা করা ব্যাংক এশিয়ার শেয়ার দর কমেছে ২০ পয়সা, প্রিমিয়ার ব্যাংকের শেয়ার দর কমেছে ২০ পয়সা, শাহজালাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ৫০ পয়সা।

শুধু মার্কেন্টাইল ব্যাংকের শেয়ার দর বেড়েছে ১০ পয়সা।

একদিনের ব্যবধানে বিমায় উল্টোচিত্র

আগের দিন সর্বাধিক দর বাড়া ৩২টি কোম্পানির সবগুলো ছিল বিমা খাতের।

মাস ছয়েক আগে বিমার শেয়ারের দর বেড়ে আকাশচুম্বি হয়ে যাওয়ার পর ৩৫ থেকে ৫০ শতাংশ দাম কমে যাওয়ার পর মঙ্গলবারের এই দর বৃদ্ধিতে আশান্তিত হয়েছিলেন বিনিয়োগকারীরা। তবে এক দিন পরের পতনে আবার ফিরে এসেছে হতাশা।

এদিন সবচেয়ে বেশি দর কমেছে প্যারামাউন্ড ইন্স্যুরেন্সের; ৫ টাকা ৩০ পয়সা। সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৩ টাকা ১০ পয়সা। প্রভাতী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৩ টাকা ৪০ পয়সা।

দর বৃদ্ধি পাওয়া দুটি কোম্পানির মধ্যে আছে পূরবী জেনারেল ইন্স্যুরেন্স যার শেয়ার দর বেড়েছে ২০ পয়সা এবং নিটল ইন্স্যুরেন্সের দর বেড়েছে ১০ পয়সা।

পতন বহুজাতিকেও

গত এক মাস ধরে ঊধ্বগামী থাকা বহুজাতিক কোম্পানিগুলোর শেয়ার দর গত এক সপ্তাহ ধরে কমছে। বুধবারের পতন আরও হতাশ করেছে বেশি দামে কেনা শেয়ারধারীদের।

রেকিডবেনকিউজার এর শেয়ার দর কমেছে ২৩ টাকা ৩০ পয়সা। ইউনিলিভার কনজ্যুমার কেয়ারের দাম কমেছে ৩৮ টাকা ২০ পয়সা।

বার্জার পেইন্ট বাংলাদেশ লিমিটেডের শেয়ার প্রতি দর কমেছে ২০ পয়সা।

দামি শেয়ার ওয়ালটনের দর কমেছে ৩১ টাকা ৫০ পয়সা।

কী বলছেন বিশ্লেষক?

ব্র্যাক ইপিএল এর সাবেক প্রধান গবেষণা কর্মকর্তা দেবব্রত কুমার সরকার নিউজবাংলাকে বলেন, ‘পুঁজিবাজারের জন্য যে সব ভালো উদ্যোগ নেয়া হচ্ছে সেগুলো যখন বাজারে প্রতিফলিত হচ্ছে না মূলত তখনই বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করে।’

তিনি বলেন, ‘বিমা খাতের শেয়ারের দর যেভাবে বেড়েছিল তাতে অনেকই অতিমূল্যায়িত হয়েছিল। পরে আবার কমেছে। এখন যদি দাম বাড়ে তাবে তা স্বাভাবিকই বলা যাবে।’

ব্যাংক খাত নিয়ে তিনি বলেন, ‘ব্যাংকগুলো ভালো লভ্যাংশ দিচ্ছে, এটা সত্য। কিন্ত বিনিয়োগকারীরা এখন দেখে কোথায় বিনিয়োগ করলে দ্রুত লাভ পাওয়া যায়। ব্যাংকের শেয়ারের ক্ষেত্রে তেমন কোনো সম্ভাবনা না থাকায় মূলত এ খাতের বিনিয়োগকারীরা এতটা আগ্রহী হচ্ছে না।’

লেনদেন ও সূচক

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন দিয়েই লেনদেন শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পতনের হারও বাড়তে শুরু করে।

বেলা দুটায় সূচক প্রায় ৯০ পয়েন্ট পতন হলেও শেষের কয়েক মিনিটে পতনের হার কমে আসে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র

দিন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৮৩ দশমিক ৬০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৩৩০ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১৬ দশমিক ০৫ পয়েন্ট কমে দাঁড়য়েছে ১ হাজার ২২১ পয়েন্টে।

পুঁজিবাজারের সবচেয়ে ভালো বা মৌল ভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকও কমেছে বুধবার।

এদিন সূচকটি ৩৮ দশমিক ৮৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৪ পয়েন্টে।

এই সূচকের তালিকায় থাকা ৩০টি কোম্পানির মধ্যে মাত্র তিনটি কোম্পানির শেয়ারের দর বেড়েছে। একটির দর পাল্টায়নি। বাকি ২৬টি কোম্পানির শেয়ারে দর কমেছে।

এই সূচকে থাকা কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে বেক্সিমকো লিমিটেডের ৭ দশমিক ১৪ শতাংশ। এছাড়া লংকাবাংলা ফিন্যান্সের শেয়ার দর কমেছে ৫ দশমিক ৫৭ শতাংশ।

দর বৃদ্ধি পাওয়া তিনটি কোম্পানির মধ্যে আছে পূবালী ব্যাংক, রেনিটা লিমিটেড ও সিঙ্গার বিডি। যাদের সর্বোচ্চ দশমিক ৪২ শতাংশ দর বেড়েছে।

বুধবার লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে মাত্র ২৩টির, কমেছে ২৩৪টির ও পাল্টায়নি ৯৬টির। লেনদেন হয়েছে ৫৭৯ কোটি ৮২ লাখ টাকা।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি পুঁজিবাজারে সর্বনিম্ম ৫৩০ কোটি টাকা লেনদেন হয়েছিল।

ডিএসইর পাশাপাশি বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে, সিএসইর সূচক ও কমেছে।

সিএসইর প্রধান সূচক ২২২ দশমিক ২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৪৯ পয়েন্টে। এদিন লেনদেন হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ১৪৮টির ও পাল্টায়নি ৪৭টির। লেনদেন হয়েছে মোট ১৭৭ কোটি টাকা।

আগ্রহের কোম্পানি প্রিমিয়ার লিজিং অনাগ্রহের ইজেনারেশন

বুধবার সবচেয়ে বেশি দর বৃদ্ধি পাওয়া কোম্পানি ছিল প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানি। বিনিয়োগকারীদের এই প্রতিষ্ঠানের শেয়ারে প্রতি আগ্রহের কারণে দর বেড়েছে ৮ দশমিক ৪৭ শতাংশ।

এই প্রতিষ্ঠানের শেয়ার দর ৫ টাকা ৯০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৬ টাকা ৪০ পয়সা।

আজিজ পাইপের দর বেড়েছে ৫ দশমিক ০১ শতাংশ। লেনদেন ৯৯ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০৪ টাকা ৭০ পয়সা।

এ তালিকায় ছিল আইসিবি এমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড, যার দর বেড়েছে ১ দশমিক ৩৮ শতাংশ। পূবালী ব্যাংকের শেয়ারে দর বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ।

এছাড়া নাভানা সিএসজি, পূরবী জেনারেল ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউসিবি, বিডি ল্যাম্প এবং তাওফিকা অ্যাগ্রোর শেয়ার দর বেড়েছে।

অনাগ্রহ বা দর পতনের দিক দিয়ে শীর্ষে ছিল ইজেনারেশন লিমিটেডের শেয়ার দর কমেছে ৮ দশমিক ৪১ শতাংশ।

নতুন শেয়ার লুব রেড (বিডি) লিমিটেডের শেয়ার দর কমেছে ৭ দশমিক ৭৬ শতাংশ। এ ছাড়া এ তালিকায় থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর কমেছ ৭ দশমিক ১৪ শতাংশ, মেঘনা পেট লিমিটেডের শেয়ার দর কমেছে ৬ দশমিক ৬৬ শতাংশ।

তালিকায় ছিল এনআরবিসি ব্যাংক, এরামিট সিমেন্ট, সোনার বাংলা ইন্স্যুরেন্স, মাইডাস ফিন্যান্স ও গোল্ডেনসন লিমিটেড।

এ বিভাগের আরো খবর