বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চট্টগ্রাম বন্দর: কনটেইনার জট কমাতে ৪ গুণ হচ্ছে গুদাম ভাড়া

  •    
  • ২৪ মার্চ, ২০২১ ১৬:৫২

এনামুল করিম নিউজবাংলাকে বলেন, ‘জাহাজ থেকে প্রতিদিন যে পরিমাণ কনটেইনার নামছে, সেই গতিতে বন্দর থেকে ছাড় না নেয়ায় বন্দরে কনটেইনার জটের সৃষ্টি হচ্ছে। তাই এমন সিদ্ধান্ত।’

চট্টগ্রাম বন্দরে রাসায়নিক পণ্যের জট কমাতে গুদাম ভাড়া চার গুণ বাড়ানোর ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের পরিচালক (ট্রাফিক) এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সোমবার এই ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমদানি করা বিপজ্জনক ও রাসায়নিক পণ্যবাহী কন্টেইনারের ডেলিভারি বুঝে নিতে দেরি হচ্ছে। এতে ঝুঁকিতে পড়ছে বন্দর। ঝুঁকি কমাতে ও সময় বাঁচাতে পণ্যবাহী কনটেইনার ও পণ্য দ্রুত ডেলিভারি নিতে আমদানিকারকদের অনুরোধ করা হয়েছে।

আরও বলা হয়েছে, এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে। অবস্থার উন্নতি না হলে রিগুলেশন্স ফর ওয়ার্কিং অফ চিটাগং পোর্ট (কার্গো অ্যান্ড কন্টেইনার)-২০০১ এর ১৬০ ধারা অনুযায়ী গুদাম ভাড়া চার গুণ হারে বাড়ানো হবে।

এনামুল করিম নিউজবাংলাকে বলেন, ‘জাহাজ থেকে প্রতিদিন যে পরিমাণ কনটেইনার নামছে, সেই গতিতে বন্দর থেকে ছাড় না নেয়ায় বন্দরে কনটেইনার জটের সৃষ্টি হচ্ছে। গুদামের ভাড়া বাড়ালে আমদানিকারকদের ব্যয় অনেক বেড়ে যাবে। তখন তারা দ্রুত কনটেইনার ডেলিভারি নিতে তৎপর হবেন।’

লেবাননের বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনার কথা উল্লেখ করে এনামুল করিম বলেন, ‘বাংলাদেশে যাতে এমন কোনো ভয়াবহ ঘটনা না ঘটে তাই এমন সিদ্ধান্ত।’

এ বিভাগের আরো খবর