বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কর্মীদের অনৈতিক সর্ম্পক এড়িয়ে চলতে বলল সোনালী ব্যাংক

  •    
  • ২১ মার্চ, ২০২১ ২১:১৯

কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আবারও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে আদেশে বলা হয়, ‘সব কর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলা বা পরিহার করার জন্য ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ দেয়া হলো।’

নারী-পুরুষ নির্বিশেষে সব কর্মীকে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলতে এবার নির্দেশক্রমে পরামর্শ দিল সোনালী ব্যাংক।

সম্প্রতি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকটির ভিজিলেন্স অ্যান্ড কমপ্লেইন্ট ম্যানেজমেন্ট ডিভিশনের জেনারেল ম্যানেজার সরদার মুজিবুর রহমান ও ডেপুটি জেনারেল ম্যানেজার মো. খায়রুল আলমের সই করা এক আদেশে এ পরামর্শ দেয়া হয়।

আদেশটি সোনালী ব্যাংকের সব প্রিন্সিপাল অফিস, রিজিওনাল অফিস, করপোরেট শাখা, অন্যান্য শাখা, সোনালী ব্যাংক স্টাফ কলেজ, ট্রেনিং ইনস্টিটিউট, স্থানীয় কার্যালয়, বঙ্গবন্ধু অ্যাভিনিউ শাখা, রমনা করপোরেট শাখা, প্রধান কার্যালয়ের সব বিভাগ, সব জিএম, ডিজিএম, এজিএম ও ম্যানেজারের কাছে পাঠানো হয়েছে।

আদেশে বলা হয়, ‘সোনালী ব্যাংকের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার পদমর্যাদার একজন নির্বাহীর বিরুদ্ধে নারী সহকর্মীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন সংক্রান্ত অভিযোগের তদন্ত প্রতিবেদন উপস্থাপন করা হলে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সংশ্লিষ্ট নির্বাহীকে সাময়িক বরখাস্তসহ তার বিরুদ্ধে অভিযোগনামা ও অভিযোগ বিবরণী দায়ের করার সিদ্ধান্ত নেয়।

‘একইসঙ্গে নারী-পুরুষ নির্বিশেষে সব সহকর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে ব্যক্তিগত অনৈতিক সম্পর্কের ব্যাপারে ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী বা কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করার নির্দেশনা দেয়া হয়।’

তারপরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আবারও কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক করে আদেশে বলা হয়, ‘সব কর্মীর সঙ্গে পেশাদারী সম্পর্কের বাইরে অনৈতিক সম্পর্ক এড়িয়ে চলা বা পরিহার করার জন্য ব্যাংকের সব পর্যায়ের নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীকে কর্তৃপক্ষের নির্দেশক্রমে পরামর্শ দেয়া হলো।’

এ বিভাগের আরো খবর