বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রোজার আগেই বাড়ল চিনি-ছোলার দাম

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৯ মার্চ, ২০২১ ২১:৫৯

চট্টগ্রামের বিভিন্ন বাজারের ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুক্রবার খুচরা দোকানে প্রতিকেজি চিনি বিক্রি হয় ৭২-৭৪ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। গত সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দাম কমেনি। রোজা সামনে রেখে আমদানি বাড়ানো হলেও বেড়েছে ছোলার দাম।

রোজার বাকি এক মাসের কম। চট্টগ্রামে এরই মধ্যে বাড়তে শুরু করেছে রোজায় যেসব ভোগ্যপণ্য বেশি লাগে সেগুলোর দাম। শুক্রবার নগরীর কাজীরদেউড়ি, চকবাজার, বহদ্দারহাট, বিবিরহাট, আতুরার ডিপু, অক্সিজেনসহ বেশ কিছু বাজার ঘুরে পাওয়া গেছে এই চিত্র।

ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, খুচরা দোকানে এদিন প্রতিকেজি চিনি বিক্রি হয় ৭২-৭৪ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭০ টাকা। গত সপ্তাহে হঠাৎ বেড়ে যাওয়া পেঁয়াজের দামও কমেনি। দেশি-বিদেশি পেঁয়াজ বিক্রি হয় ৪৫-৫৫ টাকা কেজি দরে। সরকার প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করে দিলেও এদিন বিক্রি হয় ১৪৫ টাকায়।

রমজান মাস সামনে রেখে আমদানি বাড়ানো হলেও বেড়েছে ছোলার দাম। মানভেদে ছোলা বিক্রি হচ্ছে ৭৫-৯০ টাকায়।

এ সব পণ্যের এমন দাম বৃদ্ধির কারণ জানতে চাইলে অক্সিজেন এলাকার মুদি ব্যবসায়ী মুজাম্মেল হোসেন বলেন, ‘আমরা তো চাইলেই দাম বাড়াতে পারি না। দাম বাড়ানো-কমানো নির্ভর করে পাইকারি ব্যবসায়ীদের ওপর। পাইকারি বাজারে দাম বাড়লে খুচরা বাজারেও বাড়াতে হয়।’

সপ্তাহ তিনেক আগে বাড়তে থাকা মুরগির দামও কমেনি চট্টগ্রামে। নগরীতে শুক্রবার ব্রয়লার মুরগি বিক্রি হয় ১৮৫ টাকা কেজি দরে। আর দেশি মুরগি ৪৪০ ও সোনালি ৩৪০ টাকা কেজি দরে বিক্রি হয় এদিন।

কিছুটা স্থিতিশীল আছে মাছ এবং গরু ও ছাগলের মাংসের বাজার।

শুক্রবার আকার ভেদে রুই মাছ বিক্রি হয় কেজিপ্রতি ১৮০-২৮০ টাকা দরে। এছাড়া কাতল ২৬০-৩২০, তেলাপিয়া ১১০-১৫০ এবং পাবদা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়। এদিন প্রতিকেজি খাসির মাংস ছিল ৭০০ টাকা এবং গরুর মাংস ৬০০ টাকা।

বাড়ছে সবজির দাম

শীত শেষ হওয়ায় সবজির সরবরাহ কমায় বাড়ছে দাম। সপ্তাহের ব্যবধানে কয়েকটি সবজির দাম কেজিতে বেড়েছে ২ থেকে ৫ টাকা।

শুক্রবার ফুলকপি বিক্রি হয় ২০-২৫ টাকা কেজি দরে, যা গত সপ্তাহে ছিল ১৫-২০ টাকা। এদিন প্রতিকেজি বাঁধাকপি ১৫ টাকা, আলু ১৭ টাকা, শিম ৩৫-৪০ টাকা, কাঁচা মরিচ ৪০-৫০ টাকা, টমেটো ১৫-২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, বরবটি ৬০ টাকা, গাজর ২০-২৫ টাকা ও পেঁপে ৩৫-৪০ টাকা দরে বিক্রি হয়।

বিবিরহাট কাঁচাবাজারের সবজি ব্যবসায়ী মো. ইউনুস নিউজবাংলাকে বলেন, ‘শীতকাল শেষ হয়ে যাওয়ায় সবজির সরবরাহ কমছে। এ কারণে দামও বাড়ছে।’

চালের দামও কমেনি। চট্টগ্রামের বাজারে শুক্রবার প্রতিকেজি মোটা চাল বিক্রি হয় ৪৮-৫২ টাকা দরে। এ দিন বিআর ২৮ এর কেজি ছিল ৫৬ টাকা। এ ছাড়া সরু মিনিকেট ৬২ টাকা, ২৮ মিনিকেট ৬০-৬২ টাকা, নাজিরশাইল ৬২ টাকা, কাটারি ৬৫-৭০ টাকা এবং আইপেল পাইজম ৬২ টাকা কেজি দরে বিক্রি হয় এদিন।

এ বিভাগের আরো খবর