সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে কারিগরি জটিলতা দেখা গেছে। লেনদেন শুরু হওয়ার পর প্রায় ৪০ মিনিট এ জটিলতা ছিল।
এর ফলে লেনদেন চললেও ডিএসই ওয়েবসাইটে সঠিক তথ্য প্রদর্শন হয়নি।
বিষয়টি স্বীকার করে ডিএসইর উপমহাব্যবস্থাপক শফিকুর রহমান নিউজবাংলাকে বলেন, ‘লেনদেনে কোনো সমস্যা হয়নি। আমাদের ওয়েবসাইটে সমস্যা ছিল। এটা কারিগরি ত্রুটির কারণে হয়েছে। তবে এখন কোনো সমস্যা নেই।’
তিনি বলেন, ‘যারা ওয়েবসাইটে লেনদেন দেখেছেন, তারা এমন ভোগান্তিতে পড়েছেন।’
একই বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, ‘সকালে ওয়েবসাইটে এমন সমস্যা নজরে আসে। বিষয়টি ডিএসইকে জানানোর পর তারা তা সমাধান করেছে। এখন আর জটিলতা নেই।’
তিনি বলেন, ‘এ সমস্যার কারণে ট্রেডিং ইঞ্জিনে কোনো সমস্যা হয়নি। ফলে লেনদেন সঠিকভাবেই হয়েছে। ওয়েবসাইটে লেনদেনের যে তথ্য প্রদর্শন করা হয়, সেখানে সমস্যা হয়েছে।’
এর আগেও ডিএসই লেনদেনে জটিলতা দেখা দিয়েছিল। তখন প্রায় ১০ মিনিট লেনদেন করতে পারেননি বিনিয়োগকারীরা।
সে সময় ডিএসইর পক্ষ থেকে বলা হয়েছিল, শিগগিরই ডিএসই অলটারনেটিভ মার্কেট (যেমন: এসএমই প্ল্যাটফর্ম, ডেরিভেটিভ মার্কেট) চালুর উদ্যোগ নেবে। এ মার্কেটগুলো এখন পরীক্ষামূলক অবস্থায় আছে। এর জন্য মাঝে মাঝে এ ধরনের সমস্যা হয়ে থাকে।