পুঁজিবাজারের জন্য এক গুচ্ছ সুসংবাদ এসেছে সোমবার। গত সাত বছর ধরে দাবির প্রেক্ষিতে এক্সপোজার লিমিট সংশোধনের পথে, ব্যাংকগুলোর নিরাপত্তার জন্য বেধে দেয়া লভ্যাংশের হার বাড়ানো, আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বোনাস লভ্যাংশ ঘোষণার সুযোগ কোন কিছুই প্রভাব ফেলেনি মঙ্গলবারের পুঁজিবাজারে।
যে দুই খাতের জন্য এমন সব সংবাদ সেই দুই খাতের মধ্যে আর্থিক খাতের পতন হয়েছে সবচেয়ে বেশি। এছাড়া পুঁজিবাজারের সবচেয়ে ভালো মানের কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক তালিকাভুক্ত ৩০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ৯টির। দুটি কোম্পানির দর পাল্টায়নি। বাকি ১৯টি কোম্পানির শেয়ার দর কমেছে। ফলে লেনদেন গতি না থাকায় কমেছে সূচক।
কেমন ছিল ব্যাংক ও আর্থিক খাত
সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে বৈঠকে সবচেয়ে বেশি সুবিধা দেয়া হয়েছে ব্যাংক ও আর্থিক খাতের কোম্পানিগুলোকে।
দীর্ঘ সাত বছর ধরে আলোচনায় থাকা এক্সপোজার লিমিট গণনা পদ্ধতি পরিবর্তনের আভাস দেয়া হয়েছে। বাজার মূল্য থেকে বের হয়ে এখন থেকে গণনা করা হবে ক্রয় মূল্যের ভিত্তিতে। ফলে এতদিন ব্যাংক ও আর্থিক খাতের পুঁজিবাজারে বিনিয়োগের যে বাধা ছিল তা কেটে যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্ত তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আবু আহমেদ নিউজবাংলাকে জানান, এ সিদ্ধান্ত পুঁজিবাজারবান্ধব।
এছাড়া ব্যাংকের লভ্যাংশ প্রদানের জন্য বাংলাদেশ ব্যাংকের যে সীমা বেধে দিয়েছিল তা থেকে সরে এসে ৩৫ শতাংশ করা হয়েছে। আর্থিক খাতের জন্য লভ্যাংশের পাশাপাশি বোনাস দেয়ারও সুযোগ দেয়া হয়েছে।
পুঁজিবাজারের ব্যাংকের বিনিয়োগ বাড়তে গঠন করা ২০০ কোটি টাকার বিশেষ তহবিল নিয়েও আলোচনা হয়েছে। এই তহবিলের কিছু নীতিমালা সংশোধন করে কিভাবে পুঁজিবাজারে আরও কার্যকর করা যায় সেটি নিয়েও ইতিবাচক মন্তব্য এসেছে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে।
পুঁজিবাজারে অন্যান্য খাতের তুলনায় ব্যাংক ও আর্থিক খাতের জন্য এত ভালো খবরেও প্রভাব নেই। আলোচনায় আসার মতো দর বাড়েনি কোনো ব্যাংকের।
মঙ্গলবার ব্যাংক খাতে তালিকাভুক্ত ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ১৫টির, কমেছে ১০টির। বাকি পাঁচটির দর পাল্টায়নি।
আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর বেহাল অবস্থা ছিল মঙ্গলবার। ২৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১১টির দর কমেছে। বাকিগুলোর দর পাল্টায়নি। অর্থাৎ এদিন আর্থিক খাতের একটি প্রতিষ্ঠানের দরও বাড়েনি।
কেন এমন অবস্থা
পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ নিউজবাংলাকে বলেন, বাংলাদেশ ব্যাংক ও বিএসইসির মধ্যে যে বৈঠক ছিল সেখান থেকে যেসব সিদ্ধান্ত এসেছে সবগুলোই ভালো। বিশেষ করে এক্সপোজার লিমিট নিয়ে যে আলোচনা সেটি পুঁজিবাজারের জন্য সবচেয়ে আলোচিত। কিন্ত কেন এর প্রভাব পুঁজিবাজারে নেই এমন প্রশ্নে, আলোচনা হয়েছে, কিন্তু এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা না আসায় হয়তো এর কোনো প্রভাব আসেনি।
তিনি বলেন, ‘বিএসইসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যেসব বিষয়ে আলোচনা হয়েছে সেগুলো দ্রুততার সময়ে নির্দেশনা আকারে জারি করা হলেও হয়তো এর ভালো প্রভাব পড়বে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারেজ হাউজগুলোর সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (ডিবিএ) সভাপতি শরীফ আনোয়ার হোসেন নিউজবাংলাকে বলেন, ‘কাল সন্ধ্যায় সিদ্ধান্তগুলো এসেছে। এখনও সেভাবে বিনিয়োগকারীদের কাছে পৌঁছেনি। এছাড়া এসব সিদ্ধান্তের উপকারভোগী হবে মিউচ্যুয়াল ফান্ড, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাদের কাছে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী পত্র পেলেই কেবল তারা তা বাস্তবায়নের দিকে যাবে।’
আলোচনা হলেই কার্যক্রম শুরু করে দেয়া যায় না জানিয়ে সার্বিক সিদ্ধান্ত সম্পর্কে শরীফ আনোয়ার বলেন, ‘সবগুলোই বাজারের জন্য ভালো। তবে বাংলাদেশ ব্যাংক মাঝ পথে এসে লভ্যাংশ নিয়ে এমন সিদ্ধান্ত দেয়া উচিত হয়নি। এটি বছরের শুরুতেই তারা দিতে পারতো। তাহলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের ক্ষেত্রে এত জটিলতা হতো না।’
সূচক ও লেনদেন
মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৬ দশমিক ৫৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৫১৬ পয়েন্টে। শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ১ দশমিক ৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৬১ পয়েন্টে। বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ১৭ দশমিক ৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১১ পয়েন্টে।
লেনদেন হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৪৩টির ও পাল্টায়নি ১১৪টির। মোট লেনদেন হয়েছে ৬৯৮ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ৬২৩ কোটি টাকা।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে -সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৮৬ দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯৬৭ দশমিক ৭৯ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১০৩টির ও পাল্টায়নি ৭৫টির। এদিন মোট লেনদেন হয়েছে ৩৪ কোটি টাকা।
লেনদেনে পুরনোগুলোই নতুন দাপটে
মাঝে কয়েক কার্যদিবস পুঁজিবাজারে লেনদেনে থেকে ছিটকে পড়ে ছিল বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, লংকাবাংলা ফিন্যান্স। এই স্থান দখলে নিয়েছিল ব্রিটিশ আমিরিকান টোব্যাকো-বিএসটিবিসি, বার্জার পেইন্ট, ইউনিলিভার কনজুমার কেয়ারের মতো বহুজাতিক ও দামি কোম্পানিগুলো।
কিন্ত এখন আবারও পুরোনা কোম্পানিগুলো নতুন করে ফিরে এসেছে লেনদেনে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড, যার ৮৯ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৭৩ কোটি টাকায়।
রবি আজিয়াটার শেয়ার বর্তমানে লেনদেন হচ্ছে ৪৮ টাকা ২০ পয়সায়। এদিন ৭৬ লাখ ৫৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে ৩৭ কোটি ৮৪ লাখ টাকায়।
লংকাবাংলা ফিন্যান্সের ৭৭ লাখ ৮২ হাজার শেয়ার লেনদেন হয়েছে ২৬ কোটি ৯১ লাখ টাকায়। এছাড়া জিবিবি পাওয়ার লিমিটেডের ৭৯ লাখ ২৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে ২৪ কোটি ৯৭ লাখ টাকায়।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডসহ এ তালিকায় ছিল বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, সামিট পাওয়ার, বিএটিবিসি, লুব রেফ (বাংলাদেশ) লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে সবশেষ লেনদেনের চিত্র।
আগ্রহ ও অনাগ্রহের কোম্পানি
সোমবার লেনদেনে দর বৃদ্ধির শীর্ষে ছিল আজিজ পাইপ লিমিটেড। কেন হঠাৎ করে কোম্পানিটির শেয়ার প্রতি দর ৯ দশমিক ৯৪ শতাংশ বেড়েছে তার কোনো কারণ পাওয়া যায়নি ডিএসইর ওয়েবসাইটে।
কোম্পানিটি গত ২৮ জানুয়ারি অনিরীক্ষিত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর, ২০২০) সময়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে কোম্পানিটির আগের বছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি লোকসানের পরিমাণ বেড়েছে।
বলা হয়েছে অক্টোবর-ডিসেম্বর, ২০২০ সময়ের কোম্পানির অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪ পয়সা। আগের বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা।
এছাড়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।
তালিকায় দ্বিতীয় স্থানে ছিল হাওয়েল টেক্সটাইল (বিডি) লিমিটেড। এদিন কেম্পানিটির শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৮৪ শতাংশ। সিলকো ফার্মাসিউটিকেল লিমিটেডের শেয়ার দর বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ।
এছাড়া এসিআই ফরমুলেশনের ৫ দশমিক ৩৫ শতাংশ, রহিমাফুডের ৫ দশমিক ১২ শতাংশ শেয়ার দর বেড়েছে।
দর পতনের দিক দিয়ে সোমবার শীর্ষে ছিল লুব রেড (বাংলাদেশ) লিমিটেড। এদিন কোম্পানিটির শেয়ার প্রতি দর কমেছে ৬ দশমিক ৪৬ শতাংশ।
পুঁজিবাজারে কোম্পানিটির লেনদেন হয়েছে সাত দিন। নিয়ম অনুযায়ী প্রথম দুদিন শেয়ারের দর ৫০ শতাংশ করে বাড়তে পারবে। সে অনুযায়ী দিনের সর্বোচ্চ দর বেড়ে কোম্পানিটির শেয়ার দর ২৭ টাকা থেকে উঠেছিল ৬০ টাকা ৭০ পয়সা। তারপরের পাঁচদিনের লেনদেন টানা কমেছে দর। এই সময়ে তিনদিনই ছিল দর পতন হওয়া কোম্পানির শীর্ষে।
আইডিএলসির শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬৮ শতাংশ। অগ্রনী ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৪ দশমিক ৬০ শতাংশ। ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের দর কমেছে ৪ দশমিক ০৫ শতাংশ।
এছাড়া এ তালিকায় ছিল ইজেনারেশন লিমিটেড, নর্দান ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম।