ব্যাপকভাবে নতুন কর্মসংস্থান তৈরির জন্য ২০২১-২২ অর্থবছেরর বাজেটে প্লাস্টিক শিল্পের সুরক্ষায় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশন- বিপিজিএমইএ।
রোববার সেগুনবাগিচায় জাতীয় রাজস্ব বোর্ড- এনবিআরের সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় এ দাবি জানায় সংগঠনটি।
নেতাদের দাবি, চেয়ার, টেবিলসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকপণ্যের চাহিদা দেশে-বিদেশে দিন দিন বাড়ছে। তাই বাজেটে শিল্পটির সুরক্ষায় নজর দিতে হবে।
এসব পণ্যের উৎপাদন খরচ কমাতে পারলে বিদেশে ব্যাপক রপ্তানি এবং দেশের কাজের সুযোগ সৃষ্টি হবে। এ জন্য প্লাস্টিকপণ্য তৈরির কাঁচামালের শুল্ক হার বিদ্যমানের চেয়ে কমানোর দাবি জানান তারা।
বিপিজিএমইএর সভাপতি আবদুল কাদের খান বলেন, ‘প্লাস্টিকপণ্যের কাঁচামাল পিভিসি স্ট্যাবিলাইজার, স্টিয়ারিক অ্যাসিড, পলিথাইলিন ওয়াক্স এবং ট্রান্সফার পেপার পুরোটাই আমদানিনির্ভর। এসব কাঁচামালের আমদানি শুল্ক বিদ্যমান ১০ শতাংশ থেকে ৫ শতাংশে নামিয়ে আনলে উৎপাদন খরচ কমবে ও রপ্তানি বাড়বে।’
বাংলাদেশ গার্মেন্টস এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফেকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসিয়েশন- বিজিএপিএমইএ সভাপতি জসীম উদ্দিন বলেন, ‘বর্তমানে প্লাস্টিক বক্স, স্ন্যাক্স বক্স ও ব্যাগ, ট্রে, টেবিল ও রান্নাঘরে ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিকপণ্য দেদার আমদানি হচ্ছে। এসব পণ্য আমদানিতে শুল্কহার তুলনামূলক কম হওয়ায় দেশীয় প্লাস্টিকপণ্য প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।’
স্থানীয় শিল্পের সুরক্ষায় আমদানিকরা প্লাস্টিকপণ্যের উপর ২৫ শতাংশ শুল্কসহ, অগ্রিম কর, সম্পূরর্ক শুল্ক আরও বাড়ানোর প্রস্তাব করেন তিনি।
এ ছাড়া পোশাক শিল্পের মতো এই খাতেও করপোরেট করহার ৩২ দশমিক ৫ শতাংশ থেকে ১২ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, ‘বর্তমান সরকার দেশীয় শিল্পের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন কিছু করব না, যাতে স্থানীয় শিল্পের ক্ষতি হয়।’
তিনি আরও বলেন, ‘আমাদের দায়িত্ব কেবল রাজস্ব সংগ্রহ করা নয়। বাণিজ্য প্রশস্তকরণের পাশাপাশি স্থানীয় শিল্পকে সুরক্ষা দেয়া, একই সঙ্গে করের আওতা বাড়ানো অন্যতম কাজ। আগামী বাজেটে এর প্রতিফলন থাকবে।’
একদিকে রাজস্ব আহরণ, অন্যদিকে প্রবৃদ্ধি ধরে রাখা- এ দুইয়ের সমন্বয়ে স্থানীয় শিল্পের সুরক্ষায় যতটুকু সম্ভব ব্যবস্থা নেয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান।