বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পদ্মা ব্যাংকে ‘পদ্মাবতী’

  •    
  • ৭ মার্চ, ২০২১ ২১:৫৭

পদ্মাবতী গ্রাহকরা ফ্রি জীবন বিমা, ডেবিট কার্ড ও চেকবই সুবিধা পাবেন। এ ছাড়া সহজ শর্তে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, পাবেন ডিপিএসের বিপরীতে লোন সুবিধাও। আরও থাকছে লকার সুবিধায় ৫০ শতাংশ ও স্টুডেন্ট ফাইলে বিশেষ ছাড়। প্রতিদিনের মুনাফা প্রতিদিন বুঝে নেয়ার সুবিধাও দেশে প্রথমবার দিচ্ছে পদ্মা ব্যাংক।

নারী দিবস সামনে রেখে নারীদের জন্য বিশেষায়িত ডিপোজিট প্রোডাক্ট ‘পদ্মাবতী’ চালু করেছে পদ্মা ব্যাংক। এর আওতায় দেশের যেকোনো বুথ থেকে বিনা খরচে টাকা উত্তোলন করা যাবে।

রোববার রাজধানীর কারওয়ান বাজারের একটি হোটেলে এক অনুষ্ঠানে এই প্রোডাক্টটি উদ্বোধন করা হয়।

‘পদ্মাবতী’র আওতায় প্রতিদিনের মুনাফা সুবিধাসহ নারী গ্রাহকরা সহজেই সব ধরনের আর্থিক সুবিধা পাবেন। পাশাপাশি মিলবে বাড়তি কিছু সুযোগও।

নারী উদ্যোক্তা, বেতনভুক্ত নারী, গৃহবধূ, পেশাজীবী ও শিক্ষার্থীসহ সব নারীই পদ্মাবতীর আওতায় নানা সেবা নিতে পারবেন।

পদ্মাবতী গ্রাহকরা ফ্রি জীবন বিমা, ডেবিট কার্ড ও চেকবই সুবিধা পাবেন। এ ছাড়া সহজ শর্তে ডিপিএস অ্যাকাউন্ট করতে পারবেন, পাবেন ডিপিএসের বিপরীতে লোন সুবিধাও। আরও থাকছে লকার সুবিধায় ৫০ শতাংশ ও স্টুডেন্ট ফাইলে বিশেষ ছাড়। প্রতিদিনের মুনাফা প্রতিদিন বুঝে নেয়ার সুবিধাও দেশে প্রথমবার দিচ্ছে পদ্মা ব্যাংক।

দেশজুড়ে পদ্মা ব্যাংকের ৫৮টি শাখার মাধ্যমে ‘পদ্মাবতী’ সেবা দেয়া হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. এহসান খসরু, বিজনেস হেড জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এম আহসান উল্লাহ খান, এসইভিপি ল অ্যান্ড রিকভারি ফিরোজ আলম ও রিটেল ব্যাংকিং অ্যান্ড এসএমই বিজনেস হেড খন্দকার জীবানুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনিন আহমেদ, স্থপতি সংসদ লিমিটেডের চেয়ারপারসন রুক্সানা আনোয়ার, ইউএন উইমেনের ন্যাশনাল কনসালটেন্ট নিলুফার আহমেদ করিম, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সানজিদা আক্তার, সূর্যমুখী সংস্থার আশালতা বৈদ্য ও পদ্মা ব্যাংকের অন্য কর্মকর্তারা।

এ বিভাগের আরো খবর