বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এলপিজির লিটারে যমুনা অয়েল পাবে ৫০ পয়সা

  •    
  • ১ মার্চ, ২০২১ ১৩:৪৪

ব্যবসা সম্প্রসারণে বিএম এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে যমুনা অয়েল। চুক্তি অনুযায়ী যমুনা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলিয়াম অয়েলের পাশাপাশি এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপন করবে বিএম এনার্জি।

যমুনা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনে এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপন করবে বিএম এনার্জি (বিডি) লিমিটেড। এর জন্য যমুনা অয়েল তার ফিলিং স্টেশনের মালিকানা বাবদ প্রতি লিটারে এলপিজি বিক্রির বিপরীতে আয় করবে ৫০ পয়সা।

রোববার যমুনা অয়েলের সঙ্গে বিএম এনার্জি লিমিটেড চুক্তি করেছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে জানা গেছে।

ওয়েবসাইটে জানানো হয়েছে, যমুনা অয়েল ব্যবসা সম্প্রসারণে বিএম এনার্জি লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। চুক্তি অনুযায়ী যমুনা অয়েলের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোতে পেট্রোলিয়াম অয়েলের পাশাপাশি এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপন করবে বিএম এনার্জি।প্রতি লিটার এলপিজি বিক্রির বিপরীতে যমুনা অয়েল মালিকানা বাবদ আয় করবে ৫০ পয়সা।

যমুনা অয়েলের কী পরিমাণ আয় হতে পারে, সে প্রশ্নের জবাবে কোম্পানির সচিব মাসুদুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘আয়ের বিষয়টি এখনও নির্ধারণ হয়নি। তাদের সঙ্গে আমাদের চুক্তি হয়েছে।‘তারা এখন আমাদের নিবন্ধিত ফিলিং স্টেশনগুলোর সঙ্গে চুক্তি করবে। দেখতে হবে তারা কোন কোন ফিলিং স্টেশনে এলপিজি রিফুয়েলিং স্টেশন স্থাপনে আগ্রহী।’

তিনি বলেন, ‘ফিলিং স্টেশনগুলোতে কী পরিমাণ এলপিজি বিক্রি হয়, তার ওপর নির্ভর করবে যমুনা অয়েলের আয়।’

পুঁজিবাজারে বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি যমুনা অয়েল। গত বছরের সেপ্টেম্বরে প্রতিষ্ঠানটি ওমেরা গ্যাস ওয়ান লিমিটেডের সঙ্গেও চুক্তি করেছিল।

যমুনা অয়েলের মোট শেয়ারের ৬০ দশমিক শূন্য ৮ শতাংশ সরকারের। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৮ দশমিক ১৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১০ দশমিক ৭০ শতাংশ শেয়ার।

পুঁজিবাজারের ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানি ২০১৮ সালে বিনিয়োগকারীদের ১৩০ শতাংশ এবং ২০১৯ সালে ১৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়।

এ বিভাগের আরো খবর