বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ইইউর সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় ডিসিসিআই

  •    
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩৭

ঢাকা চেম্বার সভাপতি বলেন, ‘ব্রেক্সিট পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা গ্রহণ করতে হলে বাংলাদেশকে ২৭টি শর্ত পূরণ করতে হবে। এ জন্য একটি ‘ন্যাশনাল স্ট্রাটেজিক কমিটি’ গঠন জরুরি হয়ে পড়েছে।'

ব্রেক্সিট-পরবর্তী ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় বাংলাদেশ। এ জন্য জাতীয় পর্যায়ে একটি ‘কৌশলগত কমিটি’ গঠনের প্রস্তাব করেছে ব্যবসায়ীদের প্রভাবশালী সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

রাজধানীর আগারগাঁওয়ে বুধবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ প্রস্তাব করেন ডিসিসিআইর সভাপতি রিজওয়ান রাহমান।

এ সময় ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা চেম্বার সভাপতি বলেন, ‘ব্রেক্সিট-পরবর্তী সময়ে ইউরোপীয় ইউনিয়নের বাজারে শুল্ক ও কোটামুক্ত সুবিধা গ্রহণ করতে হলে বাংলাদেশকে ২৭টি শর্ত পূরণ করতে হবে। এসব শর্ত পালন করতে হলে ইইউ-এর সঙ্গে নিয়মিত যোগাযোগ এবং সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। এ জন্য একটি ‘ন্যাশনাল স্ট্রাটেজিক কমিটি’ গঠন জরুরি হয়ে পড়েছে।'

রিজওয়ান রাহমান আরও বলেন, ‘স্বল্পোন্নত দেশ থেকে বাংলাদেশের উত্তরণ ও কোভিড-১৯-এর প্রভাবের কারণে দেশের বেসরকারি খাত প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থার পরিপ্রেক্ষিতে, রপ্তানি বাড়াতে হলে কর প্রণোদনাসহ অন্যান্য সুযোগ-সুবিধা আরও বেশি দিতে হবে।‘

করোনা মহামারির কারণে গত অর্থবছরে বিশ্বব্যাপী সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই অন্তত ১ ট্রিলিয়ন ডলার কমে গেছে। এর প্রভাব বাংলাদেশেও পড়েছে বলে জানান ঢাকা চেম্বার সভাপতি।

এফডিআই বাড়াতে শিল্পনীতি, আমদানি-রপ্তানি নীতি, বৈদেশিক মুদ্রা নীতিমালাসহ বিনিয়োগ আকর্ষণ করে, এমন সংশ্লিষ্ট সব নীতিমালার মধ্যে সমন্বয় খুবই জরুরি বলে মত দেন ঢাকা চেম্বারের সভাপতি।

ডিসিসিআইর সভাপতি বলেন, ‘দেশে ব্যবসা পরিচালনা ব্যয় কমানো ও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিডা ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে, যা ব্যবসায়ীদের মধ্যে আশার সঞ্চার করেছে। তবে এ সেবার কার্যকর প্রয়োগের জন্য সংশ্লিষ্ট সব সংস্থায় দক্ষ জনবল নিয়োগে গুরুত্ব দিতে হবে।'

আলোচনায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, ‘অর্থনৈতিক উন্নয়নে রাজস্ব আদায় অন্যতম প্রধান অনুষঙ্গ। তবে বাংলাদেশের জিডিপিতে করের অবদান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য হারে কম।'

কর সংগ্রহ বাড়ানোর জন্য যোগ্য সবাইকে করের আওতায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমাদের কর-সংস্কৃতি খুবই দুর্বল। এই মানসিকতা দূর করতে হবে।'

চলতি অর্থবছরে বাড়তি ৫৫ হাজার জনকে করের আওতায় আনার কথা জানিয়ে সালমান এফ রহমান বলেন, দুর্বল রাজস্ব কাঠামোর কারণে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করা সম্ভব হচ্ছে না।

বেশি পরিমাণে রাজস্ব আয় বাড়াতে পুরো রাজস্ব বিভাগকে ডিজিটালাইজড এবং কার্যকর সংস্কারের ওপর জোর দেন তিনি।

কক্সবাজার বিমানবন্দরকে বিশ্বমানের বিমানবন্দরে উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে বলে জানান সালমান এফ রহমান।

এ বিভাগের আরো খবর