অভ্যন্তরীণ রুটে বিমান চলাচল ব্যবসার ৮০ ভাগই পুনরুদ্ধার হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।
করোনা ঝুঁকির মধ্যেও ফ্লাইট সেবা অব্যাহত রাখায় ছয়টি দেশি বিদেশি বিমান পরিবহন প্রতিষ্ঠানকে বুধবার ‘ফ্রেন্ডস ইন নিড’ স্বীকৃতি দেয় অ্যাভিয়েশন ও ভ্রমন বিষয়ক পত্রিকা বাংলাদেশ মনিটর।
ওই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘অভ্যন্তরীণ রুটে এয়ারলাইনসগুলোর ব্যবসা ইতোমধ্যে ৮০ ভাগের বেশি পুনরুদ্ধার হয়েছে। একই সঙ্গে পর্যটন শিল্পও আবার উজ্জীবিত হয়ে উঠছে।’
তিনি আরও বলেন, ‘করোনা টিকা দেয়ার জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে। ফলে অভ্যন্তরীণ রুটে এয়ারলাইনসগুলোর যাত্রীও বৃদ্ধি পাচ্ছে।’
বিমান প্রতিমন্ত্রী আরও বলেন, ‘চীনে করোনা শনাক্ত হওয়ার পর মানুষ যখন আতঙ্কিত তখন চীনের উহান থেকে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে ফ্লাইট পরিচালনা করেছে বিমান।’
তিনি বলেন, ‘পুরো লকডাউনজুড়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও আমাদের অন্য দুটি দেশীয় এয়ারলাইনস দেশের মানুষের জন্য কাজ করেছে। বিভিন্ন দেশে আটকে পড়া নাগরিকদের বিশেষ বিমানে করে দেশে ফিরিয়ে এনেছে। প্রবাসী কর্মীদের যথাসময়ে সংশ্লিষ্ট দেশে পৌঁছে দিয়েছে।’
অনুষ্ঠানে দেশি এয়ারলাইনসের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউ-এস বাংলা এয়ারলাইনস ও নভোএয়ার এবং বিদেশি এয়ারলাইনসের মধ্যে কাতার এয়ারওয়েজ, অ্যামিরেটস এয়ারলাইন এবং এয়ার এরাবিয়াকে ‘ফ্রেন্ডস ইন নিড’ সম্মাননা দেয়া হয়।