বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এবার পেছাল অনুমোদন পাওয়া আইপিও

  •    
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২১ ১৯:৩০

পর পর কয়েকটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ টাকা আটকে যাওয়ার পর নতুন করে আর আইপিও অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি। সোনালী লাইফের মার্চে টাকা তোলার কথা থাকলেও সেটি পিছিয়ে দেয়া হয়েছে দুই মাস।

পুঁজিবাজারে তারল্য সংকটের কারণে আপাতত প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও আপাতত অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নেয়ার পর এবার অনুমোদিত আইপিওর চাঁদার তারিখ পিছিয়ে দেয়া হলো।

সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মার্চে টাকা তোলার যে সিদ্ধান্ত ছিল, সেটি পেছানো হয়েছে দুই মাস।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী মে মাসে কোম্পানিটি আইপিও মাধ্যমে পুঁজিবাজার থেকে মূলধন সংগ্রহ করবে। আর ওই মাসের কত তারিখ থেকে টাকা জমা নেয়া হবে, সেটি জানানো হবে পরে।

বুধবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসির কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে পুঁজিবাজার থেকে এক কোটি ৯০ লাখ শেয়ার ইস্যু করে ১৯ কোটি টাকা তোলার অনুমোদন পেয়েছে।

বাজার থেকে তোলা টাকা দিয়ে কোম্পানিটি সরকারি ট্রেজারি বন্ড, ফিক্সড ডিপোজিট,পুঁজিবাজারে বিনিয়োগ করবে বলে প্রসপেকটাসে বলা আছে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট ও অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট।

এই সিদ্ধান্তের পাশাপাশি শর্ত লঙ্ঘন করায় তিন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর আইপিও কোটা বাতিল করা হয়েছে।

নিয়মিত আইপিও আসায় পুঁজিবাজারে তারল্য সমস্যা বাড়ায় গেল কয়েক মাস ধরে আইপিও প্রক্রিয়ার ধীর গতির দাবি ছিল বিনিয়োগকারীদের।

এর মধ্যে পর পর কয়েকটি প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওতে বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ টাকা আটকে যাওয়ার পর নতুন করে আর আইপিও অনুমোদন না দেয়ার সিদ্ধান্ত নেয় বিএসইসি।

গত এক মাস ধরে পুঁজিবাজারে লেনদেনের খরা ও টানা দরপতনের জন্য নানা কারণ রয়েছে। একটি একের পর এক আইপিও অনুমোদনও এর একটি কারণ বলে বিনিয়োগকারীদের মধ্যে ধারণা তৈরি হয়েছে।

গত ডিসেম্বর থেকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে ই জেনারেশন, মীর আকতার হোসাইন লিমিটেড, এনার্জিপ্যাক, রবি ও তাওফিকা অ্যাগ্রো।

এর বাইরে দেশ জেনারেলের ইন্স্যুরেন্সের ১৬ কোটি ও এনআরবিসি কমার্শিয়াল ব্যাংকের ১২০ কোটি টাকা সংগ্রহে আইপিও আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে।।

বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হতে কাট অফ প্রাইস নির্ধারণে নিলাম চলছে বারাকা পতেঙ্গা পাওয়ারের। একই প্রক্রিয়ায় পুঁজিবাজার থেকে ৫০ কোটি টাকা তুলতে চাইছে ইনডেক্স অ্যাগ্রো লিমিটেড।

দুই মসের মধ্যে এতগুলো আইপিও আসায়ে দুই কারণে পুঁজিবাজারের লেনদেনে টান পড়েছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিটি আইপিওর ক্ষেত্রে শেয়ারের জন্য ১০ থেকে ২০ গুণ বেশি আবেদন জমা পড়েছে। লটারির পর বিনিয়োগকারীদের অর্থ ফেরত দেয়া হয় ৩৫ কার্যদিবসের মধ্যে। ফলে বিপুল পরিমাণ টাকা এখনও ফেরত আসেনি বিনিয়োগকারীদের হিসাবে।

এর বাইরে রবি, এনার্জি প্যাক, মীর আকতারে সেকেন্ডারি মার্কেটে বিনিয়োগ করে বিপুল পরিমাণে লোকসানে আছেন বিনিয়োগকারীরা। এই অংকটা এখন দুই হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

তিন কোম্পানির আইপিও কোটা বন্ধ

কমিশন সভায় বেঙ্গল ইনভেস্টমেন্ট লিমিটেড, সিএপিএম এডভাইজারি লিমিটেড, পিএলএফএস ইনভেস্টমেন্ট লিমিটেটের আইপিও কোটা সুবিধা বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

মার্চেন্ট ব্যাংকের বিধিমালা লঙ্ঘনের কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিএসইসির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বলা হয়েছে, আগামী ৩০ জুনের মধ্যে প্রতিষ্ঠানগুলো মূলধন ঘাটতি পূরণে ব্যর্থ হলে মার্চেন্ট ব্যাংকের নিবন্ধন সনদ বাতিলের প্রক্রিয়া শুরু হবে।

জরিমানা

কমিশন সভায় নেক্সাস ও ফার্স্ট সিকিউরিটিজকে দুই লাখ টাকা করে এবং এমটিবি সিকিউরিটিজ লিমিটেডকে সিকিউরিটিজ পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা করার কথা জানানো হলেও বিস্তারিত কিছু বলা হয়নি।

এছাড়া ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারী সিরাজুল হক, নাসিমা বেগম, এমএ আহাদ, আয়েশা তাসনিম ঈশিতাকে দুই লাখ টাকা করে জরিমানা করা হয়।

এ বিভাগের আরো খবর