বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চাঁদা দিতে হচ্ছে না এফবিসিসিআই সদস্যদের

  •    
  • ২৩ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৪৩

এফবিসিসিআইর প্রথম শ্রেণির সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ ৩৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ২৫ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ ১৮ হাজার টাকা। 

করোনা পরিস্থিতি বিবেচনায় সংগঠনের সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ করা থেকে অব্যাহতি দিয়েছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রি (এফবিসিসিআই)। দেশে ব্যবসায়ী-শিল্পপতিদের এই শীর্ষ সংগঠনের সদস্য সংখ্যা প্রায় ৫০০।

নিয়ম অনুযায়ী, প্রতিবছর ৩১ মার্চের মধ্যে সদস্যদের চাঁদা পরিশোধ করতে হয়। যারা নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করতে পারেন না, পরবর্তী এক মাসের মধ্যে বার্ষিক চাঁদার সমপরিমাণ জরিমানা দিয়ে তাদের পরিশোধের সুযোগ থাকে। অর্থাৎ সময়ের মধ্যে পরিশোধ না হলে এক মাসেই চাঁদা দ্বিগুণ।

তবে নতুন এই সিদ্ধান্তের কারণে কোনো সদস্যকেই ২০২০ সালের জন্য সংগঠনের কাছে চাঁদা পরিশোধ করতে হবে না।

মঙ্গলবার এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম স্বাক্ষরিত এক আদেশে সদস্যদের বার্ষিক চাঁদা পরিশোধ করতে হবে না বলে জানানো হয়।

এতে বলা হয়, এফবিসিসিআই তার সদস্যদের ২০২০ সালের বার্ষিক চাঁদা জরিমানাসহ মওকুফ করেছে।

জানা গেছে, এফবিসিসিআইর প্রথম শ্রেণির সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ ৩৫ হাজার টাকা, দ্বিতীয় শ্রেণির ২৫ হাজার টাকা এবং তৃতীয় শ্রেণির সদস্যদের বার্ষিক চাঁদার পরিমাণ ১৮ হাজার টাকা।

সূত্রমতে, সদস্যদের কেউ কেউ নির্দিষ্ট সময়েই এই বার্ষিক চাঁদা পরিশোধ করেছেন। অনেকেই জরিমানা দিয়ে চাঁদা দিয়েছেন। কেউ কেউ সেটিও পারেননি।

চাঁদা মওকুফ করা সংক্রান্ত এফবিসিসিআইর আদেশে আরও বলা হয়েছে, যারা ইতিমধ্যে ২০২০ সালের বার্ষিক চাঁদা জরিমানা ছাড়া বা জরিমানা সহ পরিশোধ করেছেন, নতুন সিদ্ধান্তের কারণে গৃহীত চাঁদা ও জরিমানা সবটাই সদস্যদের কাছে যথাশিগগরই ফেরত দেয়া হবে।

কেন এই চাঁদা মওকুফের সিদ্ধান্ত জানতে চাইলে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম নিউজবাংলাকে বলেন, ‘করোনার কারণে ২০২০ সাল কেটেছে অস্বাভাবিক অবস্থায়। ব্যবসায় গেছে মন্দা। তার ক্ষত কাটিয়ে ওঠার চেষ্টা করছে সবাই। সরকার এ ক্ষেত্রে ব্যবসায়ীদের সম্ভব সব ধরনের সহায়তা দিয়েছে। এখন সংগঠন হিসেবে এফবিসিসিআইও সদস্যদের জন্য কিছু করার চেষ্টা থেকে এই বার্ষিক চাঁদা ও জরিমানা মওকুফ করেছে।’

এ বিভাগের আরো খবর