বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

মুরগির দামে নাকাল চট্টগ্রামবাসী

  •    
  • ১৯ ফেব্রুয়ারি, ২০২১ ১৫:০২

চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এ দাম ছিল ১৩০ টাকা। এ ছাড়া দেশি মুরগি ৪০০ ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

চট্টগ্রামে দুই সপ্তাহের ব্যবধানে মুরগির দাম বেড়েছে কেজিপ্রতি ২৫ থেকে ৪০ টাকা।

শুক্রবার অক্সিজেন, বহাদ্দারহাট, চকবাজার, বালুছড়া, রিয়াজউদ্দিন বাজারসহ কয়েকটি বাজারে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫ টাকা কেজি দরে। দুই সপ্তাহ আগেও এ দাম ছিল ১৩০ টাকা।

এ ছাড়া দেশি মুরগি ৪০০ ও সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩০০ টাকায়। দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দুই ধরনের মুরগিতে দাম বেড়েছে ৪০ টাকা।

দেশে নতুন করে চাল আমদানির উদ্যোগের চার সপ্তাহ পরও চট্টগ্রামে কমেনি চালের দাম। শুক্রবারও মোটা চাল বিক্রি হয় কেজিপ্রতি ৪৮ থেকে ৫০ টাকায়।

এ ছাড়া বিআর ২৮ কেজিপ্রতি ৫৬ টাকা, সরু মিনিকেট ৬০, আঠাশ মিনিকেট ৫৮, নাজিরশাইল ৬২, কাটারিভোগ ৬৫ থেকে ৬৮ টাকা এবং আইপেল পাইজাম ৬২ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাজারে অবশ্য আগের মতোই রয়েছে স্বস্তি। অধিকাংশ সবজিই বিক্রি হচ্ছে ৪০ টাকার নিচে।

নগরীর বিভিন্ন বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হয় ১৫ টাকায়। জাতভেদে পেঁয়াজের দাম ছিল ২৫ থেকে ৩৫ টাকা।

অক্সিজেন বাজারের সবজি ব্যবসায়ী মোহাম্মদ আশরাফুল জানান, ফুলকপি ১৫ টাকা, বাঁধাকপি ১৫, মুলা ১৫, বেগুন ৩০, চিচিঙ্গা ৪০, মিষ্টিকুমড়া ৩০, সিমের বিচি ৭০, কাঁচা মরিচ ৫০, গাজর ২৫ ও টমেটো ১৫ টাকা কেজি দরে বিক্রি করছেন।

সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে সয়াবিন তেলের দাম। লিটারপ্রতি বিক্রি হচ্ছে ১২৮ থেকে ১৩৫ টাকায়।

মাছের বাজারও রয়েছে স্থিতিশীল। আকারভেদে রুই মাছ বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৮০ থেকে ২৮০ টাকায়। কাতল আকারভেদে ২৬০ থেকে ৩২০, তেলাপিয়া ১১০ থেকে ১৫০, ইলিশ ৭০০ ও পাবদা ৩২০ টাকা কেজি দরে বিক্রি হয়।

এ ছাড়া খাসির মাংস কেজিপ্রতি ৭০০ ও গরু ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ বিভাগের আরো খবর