করোনা মহামারি মধ্যেও আগের বছরের লভ্যাংশ ধরে রাখল পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইনান্স।
ডিসেম্বরে সমাপ্ত অর্থবছরের জন্য বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে প্রতিষ্ঠানটি। অর্থাৎ শেয়ারধারীরা শেয়ার প্রতি সাড়ে তিন টাকা করে পাবেন।
আগের দুই বছরও অর্থাৎ ২০১৮ ও ২০১৯ সালের ডিসেম্বরে সমাপ্ত বছরের জন্যও একই হারে মুনাফা ঘোষণা করা হয়।
গত বছরের মার্চে করোনা সংক্রমণের পর থেকে অর্থনীতি কয়েক মাস স্থবির হয়ে গেছেন আইডিএলসির আয়ে ভাটা পড়েনি। উল্টো আগের বছরের চেয়ে বেশি আয়ে সমৃদ্ধ হয়েছে এর রিজার্ভ।
বুধবার বিকালে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সদ্য সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই সিদ্ধান্ত জানায়।
বৃহস্পতিবার ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হবে।
প্রতিবেদন অনুযায়ী গত জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আইডিএলসির শেয়ার প্রতি আয় হয়েছে ৬ টাকা ৭৪ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ৫১ পয়সা।
৩৭৭ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির শেয়ার সংখ্যা ৩৭ কোটি ৭০ লাখ ৫০ হাজার ৭৮০টি। এই হিসাবে কোম্পানিটি কর পরবর্তী আয় করেছে ২৫৪ কোটি ১৩ লাখ ২২ হাজার টাকারও বেশি আয় করেছে।
এর অর্ধেকেরও বেশি লভ্যাংশ আকারে বিনিয়োগ করা হবে। বাকিগুলো যোগ হবে কোম্পানির রিজার্ভে।
কোম্পানির বর্তমান রিজার্ভ আছে ৮৬০ কোটি টাকা। চলতি বছরের আয় থেকে যোগ হলে সেটি প্রায় এক হাজার কোটি টাকায় দাঁড়াবে।
আগের বছর তাদের কর পরবর্তী মুনাফা ছিল ১৭০ কোটি পাঁচ লাখ টাকার মতো।
আয়ের পাশাপাশি কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্যও বেড়েছে ৮ শতাংশের মতো। ২০১৯ সালে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য ছিল ৩৭ টাকা ১৮ পয়সা। তিন টাকা ২৩ পয়সা বেড়ে সেটি দাঁড়িয়েছে ৪০ টাকা ৪১ পয়সা।
প্রতিষ্ঠানিটির বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ মার্চ। রেকর্ড ডেট ১১ মার্চ শেয়ার ধরে রাখলেই বিনিয়োগকারীরা এই লভ্যাংশ পাবেন।