বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এফবিসিসিআই সভাপতি পদে একক প্রার্থী জসিম উদ্দিন

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২২:৫৫

আগামী ৫ মে এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে ভোট হবে। নির্বাচিত পরিচালকরা ভোটের মাধ্যমে এফবিসিসিআইয়ের সভাপতি নির্বাচিত করবেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে এফবিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মো. জসিম উদ্দিন।

ব্যবসায়ী শিল্পপতিদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী মনোনীত হয়েছেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

সংগঠনের বর্তমান ও সাবেক সভাপতিরা মিলে ২০২১-২০২৩ এর দ্বিবার্ষিক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তাকে সভাপতি পদের জন্য মনোনীত করেন।

মঙ্গলবার রাতে এফবিসিসিআই আসন্ন নির্বাচনে সভাপতি পদে প্রার্থী বাছাইয়ের জন্য রাজধানীর ওয়েস্টিন হোটেলে বৈঠক করেন সংগঠনের সাবেক সভাপতিরা।

এতে অংশ নেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতে বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, একে আজাদ, কাজী আকরাম উদ্দিন আহমেদ, মোহাম্মদ সফিউল ইসলাম মহিউদ্দিনসহ অনেকে।

বৈঠকে মোহাম্মদ জসিম উদ্দিনকে সর্বসম্মতভাবে এফবিসিসিআইয়ের নির্বাচনে সভাপতি পদে একক প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

এর আগে এফবিসিসিআইয়ের পরিচালনা পর্ষদের সিনিয়র সহসভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন তিনি।

আগামী ৫ মে এফবিসিসিআইয়ের দ্বিবার্ষিক নির্বাচনে পরিচালক পদে ভোট হবে। নির্বাচিত পরিচালকরা ভোটাধিকারের মাধ্যমে এফবিসিসিআইর সভাপতি নির্বাচিত করবেন। অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকলে এফবিসিসিআইয়ের নতুন সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন মো. জসিম উদ্দিন।

এ বিভাগের আরো খবর