বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আশিককে ডিএসইর এমডি করতে সম্মতি নেই বিএসইসির

  •    
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৪৯

অভিযোগ রয়েছে, এমডি বাছাইয়ে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের মনোনীত পরিচালক শাই ওয়েনহাইয়ের মতামত গ্রহণ করা হয়নি। তার মতামত ছাড়াই এম আশিক রহমানকে বাছাই করেছিল ডিএসইর পরিচালনা পর্ষদ।

ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) শূন্য পদে এম আশিক রহমানকে নিয়োগ দিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রস্তাবে সম্মতি দেয়নি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করে বিএসইসি নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম নিউজবাংলাকে বলেন, ডিএসই যাকে এমডি হিসেবে প্রস্তাব করেছিল তার ব্যাপারে সম্মতি দেয়া হয়নি। বিষয়টি ডিএসইকে চিঠির মাধ্যমে জানানো হয়েছে।

এম আশিক রহমান সিটি ব্যাংকের চিফ কান্ট্রি কমপ্লায়েন্স অফিসার (সিসিসিও) ও চিফ অ্যান্টি মানি লন্ডারিং অফিসার (সিএএমএলও)।

অভিযোগ রয়েছে, এমডি বাছাইয়ে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী চীনের শেনজেন ও সাংহাই স্টক এক্সচেঞ্জের মনোনীত পরিচালক শাই ওয়েনহাইয়ের মতামত গ্রহণ করা হয়নি। তার মতামত ছাড়াই এম আশিক রহমানকে বাছাই করেছিল ডিএসইর পরিচালনা পর্ষদ।

ডিএসইর এমডি পদে চূড়ান্ত বাছাই করা সাত প্রার্থীর মধ্যে আরও যোগ্য প্রার্থীকে পাশ কাটিয়ে এম আশিক রহমানকে বাছাই করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।

নিয়ম অনুযায়ী, ডিএসইর নমিনেশন অ্যান্ড রিমিউনারেশন কমিটি (এনআরসি) সাক্ষাৎকার শেষে একাধিক প্রার্থীর নাম সুপারিশ করে পরিচালনা পর্ষদে উপস্থাপন করবে। পরে একজনকে বাছাই করে তা অনুমোদনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিকে পাঠাবে ডিএসইর পরিচালনা পর্ষদ।

ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বছরের ৮ অক্টোবর পদত্যাগপত্র জমা দেন ডিএসইর এমডি কাজী ছানাউল হক। ডিএসইর বোর্ড অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশনস অনুযায়ী, এমডি পদ ছাড়ার তিন মাস আগে অবহিত করতে হবে। এ হিসাবে ২০২১ সালের ৮ জানুয়ারি পর্যন্ত এমডি ছিলেন কাজী ছানাউল হক। এবং ২৪ জানুয়ারি তাকে আনুষ্ঠানিক বিদায় দেয় ডিএসই।

এ বিভাগের আরো খবর