বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

লেনদেন হাজার কোটির ঘরে, দুই কোম্পানিরই ৪৫০

  •    
  • ১১ ফেব্রুয়ারি, ২০২১ ১৬:০০

২০০ শতাংশ বোনাস ও ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বেটবিসি) শেয়ার বিক্রি হয়েছে ২৬৭ কোটি ৫৮ লাখ ৭৫০ টাকার। পিপিই পার্ক উদ্বোধন করার পরদিন গত এক মাসেরও বেশি সময় ধরে লেনদেনে শীর্ষস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার বিক্রি হয়েছে ১৮৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার।

সপ্তাহের শেষ কার্যদিবসে সূচকের পতন হলেও ১১ কার্যদিবস পর লেনদেন ফিরেছে হাজার কোটি টাকার ঘরে।

অবশ্য এই লেনদেনের প্রায় ৪৫ শতাংশই হয়েছে দুটি কোম্পানির শেয়ারে।

২০০ শতাংশ বোনাস ও ৬০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর (বেটবিসি) শেয়ার বিক্রি হয়েছে ২৬৭ কোটি ৫৮ লাখ ৭৫০ টাকার।

আর পিপিই পার্ক উদ্বোধন করার পরদিন গত এক মাসেরও বেশি সময় লেনদেনে শীর্ষস্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ার বিক্রি হয়েছে ১৮৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকার।

সব মিলিয়ে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১ হাজার ৫৫ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকার।

এর মধ্যে লেনদেনে শীর্ষে থাকা দুই কোম্পানিরই অবদান ৪৫৩ কোটি ৮৫ লাখ ৬৭ হাজার টাকার।

আগের দিন লেনদেন ছিল ৭৮৬ কোটি ১ লাখ ৮২ হাজার টাকা।

এই হিসাবে এক দিনের ব্যবধানে লেনদেন ২৬৯ কোটি ৪৫ লাখ টাকার বেশি বেড়েছে। তবে লেনদেন বাড়ার দিনে পড়ে গেছে সূচক। পড়েছে বেশির ভাগ শেয়ারের দর।

গত ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ দিন পর্যন্ত বাজারে ঊর্ধ্বগতির পর দুই সপ্তাহেরও বেশি সময় ধরে যে মূল্য সংশোধন চলছে, সেটি আর কত দীর্ঘায়িত হয়, বিষয়টি নিয়ে আলোচনায় আছে বিনিয়োগকারীরা।

তবে এত দিন যারা পর্যবেক্ষণে ছিলেন, তারা যে সক্রিয় হচ্ছেন, সেটা কিছুটা হলেও বোঝা গেছে। তবে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘিরে এই কোম্পানি নিয়ে যে চিত্র, সেটির প্রভাব বাজারে সামগ্রিকভাবে পড়বে কি না, এ নিয়ে প্রশ্নের জবাব আগামীতে পাওয়া যাবে।

বৃহস্পতিবার সবচেয়ে বেশি চাহিদা থাকা দুটি কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে সাড়ে চারশ কোটি টাকার

আগের দিন বিকেলে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণার সংবাদ সকালে ডিএসইর ওয়েবসাইটে দেয়া হয়।

লেনদেনের শুরুতেই ১০ টাকা ফেসভ্যালুর শেয়ারের দাম ২৯০ টাকা বেড়ে ১ হাজার ৭৯৯ টাকা ৭০ পয়সা হয়ে যায়।

কিন্তু এই দাম টেকেনি। কিছুক্ষণ পর পড়তে পড়তে দাম ১ হাজার ৬১১ টাকায় গিয়ে ঠেকে। এরপর আবার বাড়তে থাকে। শেষ পর্যন্ত ১ হাজার ৭০০ টাকা ৩০ পয়সায় শেষ হয় লেনদেন।

এদিন কোম্পানিটির ১৫ লাখ ৬৮ হাজার ৭২৭টি শেয়ার লেনদেন হয়েছে।

বছরে ৫ হাজার কোটি টাকার পণ্য রপ্তানির লক্ষ্য নিয়ে পিপিই পার্ক উদ্বোধনের পর দিন বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ২ কোটি ২৩ লাখ ২৮ হাজার ৩৭২টি।

তৃতীয় স্থানে থাকা রবির ১ কোটি ১৬ লাখ শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি টাকায়।

সবচেয়ে বেশি লেনদেন হওয়া তালিকায় ছিল বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফিন্যান্স, স্কয়ার ফার্মা।

২৪ পয়েন্ট সূচক পতনের দিন সবচেয়ে বেশি বাজার মূলধনের ব্যাংকিং খাত আরও দর হারিয়েছে। ৩০টি ব্যাংকের মধ্যে দর বেড়েছে পাঁচটির, অপরিবর্তিত তিনটির। বাকি ২২টির শেয়ারের দর কমেছে।

বিমায় ধস

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর লভ্যাংশ ঘোষণার দিন লভ্যাংশ ঘোষণা করেছে বিমা খাতের প্রাইম ইন্স্যুরেন্সও।

পরিচালনা পর্যদের সিদ্ধান্ত অনুযায়ী শেয়ারপ্রতি বিনিয়োগকারীরা এক টাকা হারে লভ্যাংশ পাবেন।

ঘোষণা যে বিনিয়োগকারীদের পছন্দ হয়নি, তা স্পষ্ট লেনদেনে। আগের দিনের চেয়ে পাঁচ টাকা ৬০ পয়সা দর হারিয়েছে কোম্পানিটির।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের চিত্র

সদ্য সমাপ্ত বছরে বিমা খাতে মুনাফা বাড়ার খবরে কয়েক মাস ধরেই এই খাতের শেয়ার নিয়ে আগ্রহী হয়ে উঠেছিলেন বিনিয়োগকারীরা। তবে প্রাইম ইন্সুরেন্সের লভ্যাংশ ঘোষণার দিন এই খাতের ৪৯টি কোম্পানির মধ্যে ৪২টিই দর হারিয়েছে। দর হারানোর পরিমাণ ব্যাংক খাতের চেয়ে অনেক বেশি।

এই খাতের কোম্পানির মধ্যে দর বেড়েছে কেবল দুইটির, অপরিবর্তিত পাঁচটির।

চলতি বছরের প্রথম দুই প্রান্তিতে ভালো মুনাফা করলেও মিউচ্যুয়াল ফান্ড খাতের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ নেই বললেই চলে। এই খাতের ৩৭টি ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র পাঁচটির। অপরিবর্তিত তিনটির দর। বাকি ২৯টি ফান্ডের দর কমেছে।

প্রকৌশল খাতের ৪২টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র চারটির, পাল্টায়নি ১১টির। বাকি ২৭টির দর কমেছে।

সূচক ও লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স এক ঘণ্টায় সূচকের কিছুটা পতন হলেও তা আবার ঘুরে দাঁড়ায়। এ সময় ডিএসইএক্স ১৫ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৫২৫ পয়েন্টে।

কিন্তু বেলা বাড়ার পর টেকেনি সূচকের উত্থান। দিন শেষে এ সূচক ২৪ দশমিক ৩৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৮৫ পয়েন্টে।

শরিয়াহভিত্তিক কোম্পানি নিয়ে গঠিত ডিএসইএস ৯ দশমিক ০১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৬ পয়েন্টে।

তবে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচক ৮ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।

মোট লেনদেন হয়েছে ৩৫১টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২৩৪টির, পাল্টায়নি ৮৩টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের-সিএসই প্রধান সূচক সিএসএসপিআই ৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৯১২ পয়েন্টে।

লেনদেন হওয়া ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪১টির, কমেছে ১৫৪টির, পাল্টায়নি ৪৭টির। লেনদেন হয়েছে মোট ৮৩ কোটি টাকার।

আগ্রহ-অনাগ্রহে যেসব কোম্পানি

বৃহস্পতিবার ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে ছিল সদ্য তালিকাভুক্ত লাভেলো। লেনদেনের দ্বিতীয় দিনে কোম্পানির ৫০ শতাংশ দর বেড়েছে। নিয়ম অনুযায়ী নতুন তালিকাভুক্ত কোম্পানির প্রথম ও দ্বিতীয় দিনে ৫০ শতাংশ করে শেয়ারের দর বাড়তে পারবে।

দ্বিতীয় অবস্থানে থাকা ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর দর ১২ দশমিক ৬২৫ শতাংশ বেড়েছে। লভ্যাংশ ঘোষণার কারণে এই কোম্পানির শেয়ার দরে কোনো সীমা ছিল না এদিন।

তালিকায় তৃতীয় স্থানে ছিল গোল্ডেনসন, যার শেয়ার দর বেড়েছে ১০ শতাংশ।

চতুর্থ অবস্থানে ঢাকা ডায়িংয়ের দাম বেড়েছে ৮ দশমিক ৮১ শতাংশ।

এ ছাড়া এশিয়া ইন্সুরেন্স, ইউনিলিভার, রেকিট বেনকাইজার ও বেক্সিমকো লিমিটেডের শেয়ার দর বেড়েছে বেশি।

পতনের শীর্ষে থাকা প্রাইম ইন্স্যুরেন্স দর হারিয়েছে ১২ দশমিক ৪৪ শতাংশ। লভ্যাংশ ঘোষণার কারণে এই কোম্পানির শেয়ার দরে কোনো সীমা ছিল না।

এ ছাড়া প্রাইম ব্যাংকের ৭ দশমিক ৬৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৭ দশমিক ৫৪ শতাংশ, ইনটেকের ৭ দশমিক ৩৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ৬ দশমিক ৮৯ শতাংশ দাম কমেছে।

এ বিভাগের আরো খবর