ফার্স্ট জনতা মিউচ্যুয়াল ফান্ড। গত ছয় মাসে আয় করেছে ১ টাকা ৬১ পয়সা। গত বছর একই সময়ে ইউনিটপ্রতি লোকসান ছিল ৪৬ পয়সা।
আগামী ছয় মাসে যদি এই হারেই আয় হয়, তাহলে বছর শেষে আয় দাঁড়াবে ৩ টাকা ২২ পয়সা। আর নীতিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের দিতে হবে ২ টাকা ২৫ পয়সা।
বুধবার লেনদেন শেষে ইউনিটপ্রতি দাম দাঁড়িয়েছে ৫ টাকা ৭০ পয়সা। যদি এই দাম থাকে এবং বছর শেষে এই পরিমাণ মুনাফা হয়, তাহলে ইউনিটপ্রতি দামের ৩৯ শতাংশ এক বছরের মুনাফা হিসেবে পেয়ে যাবেন বিনিয়োগকারীরা।
অন্য শেয়ারের সঙ্গে মিউচ্যুয়াল ফান্ডের লভ্যাংশ বিতরণের ক্ষেত্রে নীতিমালায় পার্থক্য আছে। যেকোনো শেয়ার যতই আয় করুক, তার কত অংশ বিনিয়োগকারীদের মুনাফা হিসেবে দিতে হবে, তার কোনো আইন নেই। কোম্পানির পরিচালনা পর্ষদই এই সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে বার্ষিক সাধারণ সভায় বিনিয়োগকারীদের মতামত দেয়ার সুযোগ থাকে। যদিও তাদের মতামতে লভ্যাংশ পাল্টেছে, এমন ঘটনা বিরল।
অন্যদিকে মিউচ্যুয়াল ফান্ডের ক্ষেত্রে নীতিমালা অনুযায়ী যত আয় হবে তার ৭০ শতাংশ লভ্যাংশ হিসেবে দিতে হবে। মাঝে লভ্যাংশ হিসেবে নগদ অর্থের পাশাপাশি রিইনভেস্টমেন্ট হিসেবে ইউনিট দেয়ার সুযোগ থাকলেও পরে তা বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে আয়ের কমপক্ষে ৭০ শতাংশ নগদে বিনিয়োগকারীদের দিতেই হবে।
এক দশক ধরে মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগকারীদের হতাশ করলেও পুঁজিবাজারে সাম্প্রতিক উত্থানের ঘটনায় দেখা যাচ্ছে ভিন্ন চিত্র।
জুলাই থেকে জুন পর্যন্ত অর্থবছর গণনা করে যেসব ফান্ড, তার সিংহভাগই বছরের প্রথম ছয় মাসে দেড় টাকার বেশি আয় করে ফেলেছে। আর ফান্ডগুলোর দাম ৫ থেকে ৬ টাকার মধ্যেই বেশির ভাগ ক্ষেত্রে।
বছরের বাকি সময় যদি ফান্ডগুলো আর কোনো আয় করতে নাও পারে, তার পরেও এই আয় দিয়েই এক টাকার বেশি লভ্যাংশ পাবে বিনিয়োগকারীরা। এটি দেশে যেকোনো সঞ্চয়ী হিসাবের তুলনায় কয়েক গুণ বেশি।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত হোসেন চাইছেন বিনিয়োগকারীরা মিউচ্যুয়াল ফান্ডে যেন ঝুঁকেন।
পুঁজিবাজার নিয়ে এক সেমিনারে বক্তব্য রাখছেন বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম। ফাইল ছবি
তবে বিনিয়োগকারীদের যে এই খাত নিয়ে আগ্রহ খুব একটা নেই, তা ফান্ডগুলোর লেনদেন ও দামই বলে দিচ্ছে।
পুঁজিবাজারে বাণিজ্যিক ব্যাংকগুলোর বিনিয়োগ প্রতিষ্ঠান মার্চেন্ট ব্যাংকগুলোর সমিতি মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছায়েদুর রহমান বিনিয়োগকারীদের বিনিয়োগ শিক্ষা নিয়ে হতাশা প্রকাশ করেছেন।
নিউজবাংলাকে তিনি বলেন, ‘তাদের কে বোঝাবে এটা নিরাপদ বিনিয়োগ। এই খাতের ইউনিটের দাম সেভাবে ওঠানামা হয় না বলে তারা আগ্রহী হয় না। কিন্তু তারা বছর শেষে সম্ভাব্য মুনাফার বিষয়টি বিবেচনাতে আনছে বলে মনে হয় না।’
ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ ডিএসইর পরিচালক শাকিল রিজভী এ বিষয়ে বলেন, ‘পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড, বন্ড নিয়ে কাজ করার জায়গা আছে। এগুলোর প্রতি বিনিয়োগকারীরা আগ্রহী হলে অনেক সমস্যার সমাধান হবে। তখন বিনিয়োগকারীরা ঝুঁকিমুক্তভাবে বিনিয়োগ করতে পারবে।’
তুরস্কের ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জে শাকিল রিজভী। ছবি: সংগৃহীত
কোন ফান্ডের কত আয়
পুঁজিবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ডের সংখ্যা মোট ৩৭টি। এর মধ্যে সিংহভাগের অর্থবছর জুলাই থেকে জুন।
এগুলোর মধ্যে অন্তত ২৩টি মিউচ্যুয়াল ফান্ড বছরের ছয় মাসে গত বছরের একই সময়ের তুলনায় কয়েক গুণ আয় করেছে। আর একটি ফান্ড পাওয়া গেছে, যেটি সামনে লভ্যাংশ ঘোষণা করবে। ওই ফান্ডটি ছয় মাসে বড় লোকসান দিলেও পরের তিন মাসে ব্যাপক আয় করেছে।
এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড গত ছয় মাস ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৯৫ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৯২ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকায়।
এশিয়ান টাইগার মিউচ্যুয়াল ফান্ড গত ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ৭৮ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৯ টাকায়।
সিএপিএল বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৬০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৮ টাকা ৭০ পয়সায়।
সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৪০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ১৮ টাকা ২০ পয়সায়।
ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৪৫ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকা ৫০ পয়সায়।
ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৮৪ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৪৫ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৫ টাকা ৬০ পয়সায়।
এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৬০ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৬৫ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকায়।
ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৭৬ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৭০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৪ টাকা ৯০ পয়সায়।
গ্রামীণ ওয়ান স্কিম-২ মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ৪ টাকা ২ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ৩৮ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ১৬ টাকা ১০ পয়সায়।
আইএফআইসি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৭২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৬৪ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকায়।
পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৬৭ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৩৮ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৫ টাকা ৪০ পয়সায়।
পপুলার লাইফ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৫২ পয়সা। গত বছর একই সময়ে লোকসান ছিল ৪৭ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৫ টাকায়।
প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ৩৪ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ২১ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকা ৭০ পয়সায়।
রিলায়েন্স ইন্সুরেন্স মিউচ্যুয়াল ফান্ড বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় করেছে ২ টাকা ৩৪ পয়সা। গত বছর একই সময়ে আয় ছিল ১৮ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ১১ টাকা ১০ টাকায়।
সাউথইস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ছয় মাসে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭৬ পয়সা। আগের বছরের একই সময়ে আয় ছিল ৪৫ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ১২ টাকা ৩০ পয়সায়।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৭০ পয়সা। আগের বছরের একই সময়ে লোকসান ছিল ৮২ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৮ টাকা ২০ পয়সায়।
এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডের জুলাই-ডিসেম্বর পর্যন্ত ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৫৮ পয়সা। আগের বছরে একই সময়ে লোকসান ছিল ৯০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৯ টাকা ৬০ পয়সায়।
এসইএমএল এফবিএলএসএল গ্রোফ ফান্ডে চলতি বছরের ছয় মাসে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ১ পয়সা। গত বছরের একই সময়ে আয় ছিল ৩ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৮ টাকা ২০ পয়সায়।
এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ডে বছরের প্রথম ছয় মাসে আয় হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৯০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৯ টাকা ৬০ পয়সায়।
এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডে বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৭০ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৮২ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৮ টাকা ৪০ পয়সায়।
ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে চলতি বছরের প্রথম ছয় মাসে ইউনিটপ্রতি আয় হয়েছে ১ টাকা ৯১ পয়সা। গত বছরের একই সময়ে লোকসান ছিল ৮৪ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৬ টাকায়।
ভ্যানগার্ড এএমএল বিডি ফিনান্স মিউচ্যুয়াল ফান্ড চলতি বছরের প্রথম তিন মাসের আয় ঘোষণা করেছে এখন পর্যন্ত। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত তারা ইউনিটপ্রতি আয় করেছে ১ টাকা ৮ পয়সা। গত বছর একই সময়ে তাদের লোকসান ছিল ৯০ পয়সা।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৮ টাকায়।
ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্স ফান্ড চলতি বছরের প্রথম দুই প্রান্তিকে অর্থাৎ জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬২ পয়সা লোকসান দিয়েছিল। পরের তিন মাসে তারা আয় করেছে ১ টাকা ৬১ পয়সা। ফলে ৯ মাসে তাদের আয় হয়েছ ৯৯ পয়সা। এটি ডিসেম্বর ক্লোজিং ফান্ড। এর লভ্যাংশ ঘোষণা হবে সামনে।
১০ টাকা অভিহিত মূল্যের এই ফান্ডটি এখন লেনদেন হচ্ছে ৯ টাকা ৩০ পয়সায়।